বাংলাদেশ ব্যাংক খুলনা থেকে দু’লাখ টাকা নিয়ে চম্পটের ঘটনায় থানায় অভিযোগ

স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ ব্যাংক খুলনা শাখার ক্যাশ কাউন্টার থেকে দুর্বৃত্ত গ্রাহকের ব্যাগ কেটে দু’লাখ টাকা নিয়ে চম্পট দিয়েছে। গত বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটেছে বলে ভুক্তভোগী আফরোজা আক্তার সবর জানান। তিনি একজন অবসর প্রাপ্ত শিক্ষক। তিনি টুটপাড়া জোড়াকল বাজারের বাসিন্দা মতিয়ার রহমানের স্ত্রী। তিনি বলেন, তার মেয়ে রওশনারার পারিবারিক সঞ্চয় টাকা ওই দিন তিনি উত্তোলন করতে ব্যাংকে যান। তিনি মেয়ের একাউন্টের নমিনি ছিলেন। টাকা উত্তোলন শেষে গণনা করে ব্যাগে রাখেন। নগদ দু’লাখ টাকা রাখার পর খুচরা আরো ২৫ হাজার টাকা গণনা করে ব্যাগে রাখতে গেলে দেখেন তার ব্যাগ হালকা। এমন সময় তিনি ব্যাগে হাত দিয়ে দেখেন ব্যাগের সাইড কাটা। কে বা কারা ব্যাগ কেটে নগদ দু’ লাখ টাকা নিয়ে গেছে। বিষয়টি তাৎক্ষণিক চেচামেচি করলে পুলিশ আসলেও দুর্বৃত্ত আটক বা টাকা উদ্ধার করা সম্ভব হয়নি। তবে ব্যাংকের সিসি ক্যামেরা দেখলে বিষয়টি ধরা পড়তো বলে তিনি জানান। এ ব্যাপারে কথা হয় বাংলাদেশ ব্যাংক খুলনার শাখার উপমহাব্যবস্থাপক (ক্যাশ) কার্ত্তিক চন্দ্র হালদার জানান, তিনি বিষয়টি অবগত হয়েছেন। তাৎক্ষণিক তিনি ব্যাংকের সিসি ক্যামেরা দেখেছেন। একজন মহিলা বোরখা পরিহিত। মাথার তার টুপি ছিল। চেনার কোন উপায় নেই। সে ওই মহিলা ব্যাগ কেটে টাকা বের করে নিচ্ছে-এমনটাই সিসি ফুটেছে দেখা যায়। ব্যাংক থেকে টাকা উত্তোলন করবে আর সর্তক থাকবে না। এটা হতে পারে না। তবে ভুক্তভোগী ব্যাংকের নিকট লিখিত কোন অভিযোগ দেয়নি বলে তিনি জানান। এ ব্যাপারে ভুক্তভোগী আফরোজা আক্তার বাদী হয়ে সদর থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন বলে জানান। সদর থানার ওসি কামাল হোসেন খান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ভুক্তভোগী অভিযোগ দেয়ার পর একজন পকেটমার মহিলাকে গ্রেফতার করা হয়। পরে তার বাসা থেকে ইয়াবা জব্দ করা হয়। ভুক্তভোগীকে মামলা দেয়ার জন্য থানায় ডাকা হলেও তিনি আসেননি। তবে গ্রেফতারকৃত মহিলাকে মাদক দিয়ে চালান দেয়া হয়েছে। মহিলা চাইলে ওই টাকা কেটে নেয়ার মামলায় আসামী করা সম্ভব বলে এই পুলিশ কর্মকর্তা বলেন।