খুলনায় ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের উদ্যোগে নারী দিবস উদযাপন

স্টাফ রিপোর্টার : ‘নারীর রাজনৈতিক ক্ষমতায়ন, নারীর সমঅধিকার, সমসুযোগ ও অর্থনৈতিক সমৃদ্ধির জন্য বিনিয়োগ’ প্রতিপাদ্য বিষয়ে বুধবার খুলনায় নারী দিবস পালিত হয়। আলোচনার বিষয় ছিল ‘বাংলাদেশে নারীর রাজনৈতিক নেতৃত্বের অগ্রগতির জন্য অর্থনৈতিক ক্ষমতায়ন’। অনুষ্ঠানে নারী অধিকার কর্মী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ অংশ নেন। ইউএসএআইডি’র অর্থায়নে ‘স্ট্রেংথেনিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ’ প্রকল্পের আওতায় ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এই সম্মেলনের আয়োজন করে। নগরীর হোটেল ক্যাসেল সালামে অনুষ্ঠিত নারী দিবসের কর্মশালায় খুলনার আওয়ামী লীগ ও বিএনপি ও জাতীয় পার্টির নেতৃবৃন্দরা, সুশীল সমাজের প্রতিনিধি অংশ নেন। বক্তারা বলেন, নারীদের এগিয়ে নিতে অর্থনৈতিক ভাবে সমৃদ্ধ হওয়ার সাথে সাথে রাজনীতিতে দক্ষ হয়ে উঠতে হবে। পুরুষ নেতৃবৃন্দদেরকেও সহযোগিতার মনোভাব পোষণ করতে হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি হারুনুর রশীদ, খুলনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট সুজিত অধিকারী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, খুলনা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু হোসেন বাবু, খুলনা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক রেহানা ইসা,খুলনা জেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি রিয়াজ উদ্দিন , খুলনা মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মাহবুবুল আলম সোহাগ, মহিলা বিষয়ক অধিদপ্তরের ডেপুটি ডিরেক্টর হাসনাহেনা সহ অনেকেই। অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের রিজিওনাল ম্যানেজার রুবাইয়াত হাসান, রিজিওনাল কো-অরডিনেটর মোঃ ইয়াসিন আরাফাত ও ইলেকটোরাল প্রোগ্রাম এসিসট্যানট সিলমী সাদিয়া।