রূপসায় উপজেলা প্রশাসনের সাথে বণিক সমিতির মতবিনিময় সভা

রূপসা প্রতিনিধি ঃ রূপসায় পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষা ও দ্রব্য মুল্যের উর্দ্ধগতি নিয়ন্ত্রণের লক্ষে হাটবাজার পরিচালনা কমিটির সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা গতকাল ৬ মার্চ সকালে উপজেলা অফিসার্সক্লাবে অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার কোহিনূর জাহান। খাদ্য নিয়ন্ত্রণ অফিসার সুজিত কুমার মুখার্জির সঞ্চালনায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ কামাল উদ্দিন বাদশা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার মোঃ জাহাঙ্গীর আলম। বক্তৃতা করেন আলাইপুর খাদ্য গুদামের ইনচার্জ মোঃ আমীন উদ্দীন মোড়ল, আইজগাতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আশরাফুজ্জামান বাবুল, বাজার বণিক সমিতির উপদেষ্টা আঃ মজিদ ফকির, রূপসা উপজেলা বাজার বণিক সমিতির সভাপতি মোঃ জুলফিকার আলি, সাধারণ সম্পাদক মোঃ আরিফ শেখ, সাবেক প্রধান শিক্ষক বাকের হোসেন বাকু,ইউপি সচিব সৌমিক রায়, রূপসা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খান আঃ জব্বার শিবলী, ইউপি সদস্য মাছুম শেখ, কাজদিয়া বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ ইসলাম সর্দার, সহ সভাপতি নাহিদ জামান, বাঘমারা বণিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ নাজমুল হূসাইন, মধ্য সেনের বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আল-আমিন আকুন্জি, ইলাইপুর বাজার বণিক সমিতির সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক এহতেশামুল হক অপু, পূর্ব রূপসা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক এসএমএ করিম, কামরুল ইসলাম, মোঃ শফিকুল ইসলাম প্রমুখ।