ভুয়া আইডি ব্যবহার করে প্রতারনা চক্রের প্রধানসহ ৩ জন প্রতারক গ্রেফতার

চিতলমারীতে খুলনা র্যাবের অভিযান
বাগেরহাট প্রতিনিধি ঃ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া নারী আইডি ব্যবহার করে প্রলোভন দেখিয়ে অপহরন ও মুক্তিপন আদায়কারী চক্রের মুলহোতাসহ ৩ জনকে গ্রেফতার করেছে খুলনা র্যাব-৬ এর একটি আভিযানিক দল। তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার গভীর রাতে বাগেরহাটের চিতলমারী উপজেলার পার ডুমুরিয়া এলাকায় অভিযান পরিচালনা করে হাতে-নাতে ৩ জন কে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো চিতলমারী উপজেলার পাড় ডুমুরিয়া এলাকার মৃত অনন্ত কুমার ভক্তের ছেলে জিৎ ভক্ত ওরফে সোনা ভক্ত(৪২), তার ছেলে সিদ্ধার্থ ভক্ত (১৮) এবং পাশর্^বর্ত্তি খিলিগাতি গ্রামের আজিজ ফকিরের ছেলে মোঃ লালন ফকির (৩৩)। খুলনা র্যাব-৬ এর মিডিয়া সেল থেকে বুধবার বিকেলে দেয়া এক মেইল বার্তায় জানানো হয়, সামাজিক যোগাযোগ (ফেইসবুক) এর মাধ্যমে গত ২ মাস আগে ময়না মল্লিক নামে একটি ফেইসবুক আইডির সাথে কথা বলার সুবাধে ভোলার একটি মেয়ের সাথে ভালো সম্পর্ক সৃষ্টি হয়। একপর্যায়ে মেয়েটিকে প্রতারকদের বাড়ী বাগেরহাট জেলার ফকিরহাটে বেড়াতে যাওয়ার প্রস্তাব দেয়। প্রস্তাব মততে গত ৬ সেপ্টেম্বর২ ০২৩ ইং তারিখ ভিকটিম বাগেরহাট জেলার ফকিরহাট বাসস্টান্ডে পৌছালে কতিথ ময়না মল্লিক এর ভাগিনা ভিকটিমকে নিয়ে রাত ৯টার দিকে ময়না মল্লিক এর বাসায় পৌছায়। এক পর্যায়ে রাতের খাওয়া শেষ করে ভিকটিম বিশ্রামে গেলে তার কিছুক্ষণ পরে অজ্ঞাতনামা ৪/৫ জন পুরুষ এসে ভিকটিমকে অশ্লীল ভাষায় গালিগালাজসহ এলোপাতাড়ী চর থাপ্পর মারে এবং ময়না মল্লিককে পাশে বসিয়ে অশ্লীল ভিডিও ও ছবি ধারন করে। পরেরদিন চক্রের সদস্যরা ভিকটিমকে রুপসার একটি অজ্ঞাত স্থানে নিয়ে আটক করে রাখে এবং মুক্তিপন হিসেবে প্রথমে ১০ লক্ষ টাকা নগদ দিতে বলে। ভিকটিম টাকা দিতে না পারায় বিবাদীরা ভিকটিমের সাথে থাকা সাইড ব্যাগ হতে রুপালী ব্যাংকের ২ টি চেকের পাতা এবং ১০০ টাকা মূল্যের ৩ টি স্ট্যাম্পে স্বাক্ষর নেয়। ভিকটিমের সঙ্গে থাকা র্স্মাট মোবাইল ফোন, হাত ঘড়ি ও নগদ ৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে ভিকটিমকে ছেড়ে দেয়। ভিকটিম ১০ সেপ্টেম্বর-২০২৩ তারিখ ব্যাংকের শাখায় গিয়ে জানতে পারে তার একাউন্ট হতে ৭৯ হাজার টাকা উত্তোলন করে নিয়েছে। এরপর ভিকটিম কে বিভিন্ন সময় বিবাদীরা টাকার জন্য হুমকি ধামকি দেয় এবং টাকা না দিলে ধারনকৃত ভিডিও তার আতœীয় স্বজন ও বিভিন্ন গনমাধ্যমে ছড়িয়ে দিয়ে তাকে হেয় প্রতিপন্ন করবে। পরবর্তীতে ভিকটিম বাদী হয়ে ভোলা সদর থানায় একটি মামলা দায়ের করেন। উক্ত ঘটনার পর থেকে আসামীদেরকে গ্রেফতারের লক্ষ্যে র্যাব-৬ এর একটি আভিযানিক দল গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং অভিযান অব্যাহত রাখে। এক পর্যায়ে মঙ্গলবার রাতে চক্রের আস্তানা চিতলমারী উপজেলা পার ডুমুরিয়া এলাকায় নিশ্চিত হয়ে অভিযান চালিয়ে প্রধানসহ ৩ জন কে গ্রেফতার করে। গ্রেফতারকৃমতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রতারণার এবং অপহরন ও মুক্তিপন আদায়ের সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। এছাড়াও সমাজের বিভিন্ন পর্যায়ে লোকদের ফাঁদে ফেলে এভাবে অর্থ আদায়ের সাথে জড়িত বলে স্বীকার করে। গ্রেফতারকৃতদের বুধবার দুপুরের দিকে ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।