কেসিসির দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির ওরিয়েন্টেশন

স্টাফ রিপোর্টার : খুলনা সিটি কর্পোরেশনের দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের দুর্যোগকালীন দায়িত্ব ও কর্তব্যের ওপর এক ওরিয়েন্টেশন বৃহস্পতিবার বেলা ১১টায় নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। মহানগর দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিনব্যাপী এ ওরিয়েন্টেশনের উদ্বোধন করেন। সুইচ রেডক্রসের অর্থায়নে পরিচালিত বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির (বিডিআরসিএস) ‘আরবান ইমপাওয়ারমেন্ট এন্ড রেজিলিয়েন্স’ প্রকল্পের সহযোগিতায় খুলনা সিটি কর্পোরেশন এ ওরিয়েন্টেশনের আয়োজন করে। প্রধান অতিথির বক্তৃতায় সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক বলেন, স্বাধীনতা উত্তর বাংলাদেশে সকল দুর্যোগে রেড ক্রিসেন্ট সোসাইটি ক্ষতিগ্রস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে। ফলে জান মালের ক্ষয়ক্ষতি হ্রাস পেয়েছে। দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলকে দুর্যোগ প্রবণ এলাকা হিসেবে উল্লেখ করে তিনি বলেন, আজকের এ প্রশিক্ষণ দুর্যোগকালীন ও দুর্যোগ পরবর্তী করণীয় বিষয়ে ওয়ার্ড পর্যায়ে সচেতনতা বৃদ্ধি পাবে। প্রশিক্ষণলব্ধ জ্ঞান যথাসময়ে প্রয়োগের বিষয়ে সিটি মেয়র ওয়ার্ড সচিবদের সজাগ দৃষ্টি রাখার নির্দেশ দেন। ওরিয়েন্টেশনে পাওয়ার পয়েন্টের মাধ্যমে দুর্যোগ পূর্ববর্তী, দুর্যোগকালীন ও দুর্যোগ পরবর্তী ওয়ার্ড পর্যায়ে গঠিত দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের করণীয় বিষয়ে আলোকপাত করেন বিডিআরসি’র আরবান ম্যানেজার মোঃ মোসলেহউদ্দীন ও খুলনা সিটি ইউনিটের আরবান ডেভেলপমেন্ট অফিসার মোঃ আলম চৌধুরী। এছাড়া, দুর্যোগকালীন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ভূমিকা ও দায়িত্ব, দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও ওয়ার্ড পর্যায়ের সদস্যদের দায়িত্ব ও কার্যাবলী, নির্ধারিত সময়ে সাড়াদান ও ত্রাণ কার্যক্রমে দায়িত্ব, ঝুঁকিহ্রাস কর্মপরিকল্পনা ও দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা পরিকল্পনা প্রণয়নের গুরুত্ব ও প্রয়োজনীয়তা, দুর্যোগকালীন পরিকল্পনা, পুনরুদ্ধার পরিকল্পনা ও স্বেচ্ছাসেবক দল গঠন, দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি কার্যকর করার ক্ষেত্রে প্রতিবন্ধকতা এবং জাতীয় ও স্থানীয় পর্যায়ে সমন্বয় সম্পর্কিত বিষয়ে দুর্যোগ ব্যবস্থাপনার কমিটির সদস্যদের বিস্তারিত ধারনা দেয়া হয়। দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব ও কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্মসচিব) লস্কার তাজুল ইসলাম-এর সভাপতিত্বে ওরিয়েন্টেশনে অন্যান্যের মধ্যে কেসিসি’র প্রধান রাজস্ব কর্মকর্তা সানজিদা বেগম, প্রধান প্রকৌশলী মো: মশিউজ্জামান খান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ স্বপন কুমার হালদার, বিডিআরসিএস-খুলনা সিটি ইউনিটের ভাইস চেয়ারম্যান হালিমা ইসলাম, সেক্রেটারী মল্লিক আবিদ হোসেন কবির, ইউনিট লেভেল অফিসার মো: মঈনুল ইসলাম পলাশ প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ওরিয়েন্টেশনে কেসিসি’র ৩১টি ওয়ার্ডের ওয়ার্ড সচিব ও ১০টি সংরক্ষিত আসনের ওয়ার্ড সচিবগণ অংশগ্রহণ করেন।