স্থানীয় সংবাদ

১২ মার্চ থেকে খুলনায় ফ্যামিলী কার্ডের বিপরিতে টিসিবি পণ্য বিক্রি শুরু : থাকছে না চিনি ও খেজুর

প্যাকেজ মূল্য ৫২৫ টাকা

স্টাফ রিপোর্টার ঃ আগামী ১২ মার্চ থেকে আট দিন ব্যাপী খুলনায় ফ্যামিলী কার্ডের বিপরিতে টিসিবি পণ্য বিক্রি করা হবে। এ কার্যক্রম চলবে আগামী ২৩ মার্চ পর্যন্ত। এবার চার ধরণের পন্য দেয়া হবে। যার প্যাকেজ মূল্য ধরা হয়েছে ৫২৫ টাকা। তবে এবার চিনি ও খেজুর দেয়া হবে না বলে জানান টিসিবি খুলনার প্রধান মোঃ আনিছুর রহমান। তিনি বলেন, বিগত দিনের ন্যায় একই নিয়মে ডিলাররা পন্য বিক্রি করবে। সংশ্লিষ্ট সূত্র মতে, আগামী ১২ মার্চ থেকে খুলনায় টিসিবি পণ্য বিক্রি শুরু হবে। ওই দিন দেয়া হবে ২৮,২৯,৩০ ও ৩১ নং ওয়ার্ডে, ১৩ মার্চ দেয়া হবে ২৪, ২৫, ২৬ ও ২৭ নং ওয়ার্ডে, ১৪ মার্চ দেয়া হবে ২০, ২১, ২২ ও ২৩নং ওয়ার্ডে, ১৬ মার্চ দেয়া হবে ১৬, ১৭, ১৮ ও ১৯নং ওয়ার্ডে, ১৮ মার্চ দেয়া হবে ১২, ১৩, ১৪ ও ১৫নং ওয়ার্ডে, ১৯ মার্চ দেয়া হবে ৮, ৯, ১০ ও ১১নং ওয়ার্ডে, ২০ মার্চ দেয়া হবে ৪, ৫, ৬ ও ৭নং ওয়ার্ডে, ২১ মার্চ দেয়া হবে ১, ২ ও ৩নং ওয়ার্ডে। এছাড়া ২৩ মার্চ দেয়া হবে ১ থেকে ৩১ নং ওয়ার্ডের সকল লাল কার্ডধারী ব্যক্তিকে। চার ধরনের পণ্যের মধ্যে রয়েছে ২ লিটার সয়াবিন তেল ১০০ টাকা করে ২০০ টাকা, ৫ কেজি চাউল ৩০ টাকা করে ১৫০ টাকা, মুশুরের ডাল ২ কেজি ৬০ টাকা করে ১২০ টাকা, ১ কেজি ছোলা ৫৫ টাকা। মোট ৫২৫ টাকার প্যাকেজ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button