বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে সবাইকে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে : এস.এম ইয়াকুব আলী এমপি
মণিরামপুর (যশোর) প্রতিনিধি ঃ এ দেশটা আমাদের সকলের। এ দেশকে এগিয়ে নিতে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে হলে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে মিলে মিশে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সবাইকে প্রতিহিংসার রাজনীতি পরিহার করতে হবে। রোববার (১০ মার্চ) বিকেলে মণিরামপুর উপজেলা চিনাটোলা প্রাইমারী স্কুল মাঠে শ্যামকূড় ইউনিয়ন আওয়ামী লীগের দেওয়া গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় ৮৯,যশোর-৫(মণিরামপুর)আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব এস.এম ইয়াকুব আলী এসব কথা বলেন। শ্যামকূড় ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক আহাদুল করিমের সভাপতিত্বে এবং ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ফজলুর রহমান ও শিক্ষক রফিকুল ইসলামের পরিলনায় অনুষ্ঠানে এমপি আরও বলেন, আপনারা আমাকে ভালবেসে ভোট দিয়ে বিপুল ভোটে বিজয়ী করেছেন। আপনাদের ভালোবাসার সেই ঋণ কোনো কিছু দিয়ে শোধ করা যাবে না। এবার সময় হয়েছে আপনাদেরকে সেবা দেওয়ার। প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডের অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করা হবে। তাই নেতাকর্মীদের দ্বিধা-দ্বন্দ্ব ভুলে গিয়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। এর আগে নবনির্বাচিত সংসদ সদস্য এস.এম ইয়াকুব আলীকে শ্যামকূড় ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সর্বস্তরের জনগন ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্বারক প্রদান করেন। অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন। বিশেষ অতিথির বক্তৃতা করেন আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জিএম মজিদ, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মিকাইল হোসেন, মণিরামপুর পৌরসভার সাবেক কাউন্সিলর গৌর কুমার ঘোষ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক বাবলুর রহমান বাবলু, এমপি’র ছোট ভাই অলিয়ার রহমান প্রমুখ।