স্থানীয় সংবাদ
পবিত্র রমজান মাসে খুবির অফিসের সময়সূচি সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত
খবর বিজ্ঞপ্তি : পবিত্র রমজান মাস উপলক্ষ্যে খুলনা বিশ্ববিদ্যালয়ের অফিসের সময়সূচি নির্ধারণ করা হয়েছে। অফিসের সময়সূচি সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। এর মধ্যে দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত যোহরের নামাজের বিরতি। তবে রমজান মাসে বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষাসমূহ অনুষ্ঠিত হওয়ার বিষয়ে সংশ্লিষ্ট স্কুলের ডিনবৃন্দকে সময়সূচি নির্ধারণ করতে অনুরোধ জানানো হয়েছে। আজ ১০ মার্চ (রবিবার) রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
উল্লেখ্য, রমজান মাস শেষে ঈদের ছুটির পর বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম পূর্বের ন্যায় সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত যথারীতি চলবে।