স্থানীয় সংবাদ

মোরেলগঞ্জে সাবেক ইউপি সদস্যের বসতঘর পুড়িয়ে দেওয়ার অভিযোগ

বাগেরহাট প্রতিনিধি ঃ বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার একজন সাবেক ইউপি সদস্যের বসতবাড়ীতে আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। রবিবার ভোররাতে উপজেলার পঞ্চকরণ ইউনিয়নের ২নং ওয়ার্ডের সাবেক মেম্বর দেলোয়ার হোসেন ফকির এর দোতলা বসতঘরটি আগুনে পুড়ে ছাই হয়েছে। এ ঘরের সাথে থাকা একটি ওষুধের দোকান ও একটি বৈদ্যুতিক সামগ্রীর দোকান পুড়ে গেছে। এতে কমপক্ষে ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে। সাবেক এ জনপ্রতিনিধি দেলোয়ার হোসেন অভিযোগ করে বলেন, ঘটনার রাতে ওই ঘরে তার ভাগনে মোটর মাইকেল চালক মো. সজল কাজী (২৫) একাকী ঘুমিয়ে ছিল। রাত ৩ টার দিকে আকস্মিকভাবে ঘরে আগুন জ্বলতে দেখে। পরিকল্পিতভাবে শত্রু পক্ষের লোকেরা ঘরে অগ্নিসংযোগ করেছে বলে ধারনা করা হচ্ছে। এতে শুধু তার কমপক্ষে ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ বিষয়ে মোরেলগঞ্জ থানার ওসি মোহাম্মদ সামসুদ্দীন বলেন, ঘটনা শুনে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আমি নিজেও সকালে পরিদর্শনে গিয়েছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button