শারীরিক সুস্থতায় খেলাধুলার বিকল্প নেই : কেসিসির মেয়র

স্টাফ রিপোর্টার ঃ খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, শারীরিক সুস্থতায় খেলাধুলার বিকল্প নেই। শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি শারীরিক চর্চার প্রয়োজন রয়েছে। লেখাধুলা একদিকে যেমন শক্তি ও সাহস যোগায়, অপরদিকে তেমনি শৃঙ্খলা ও নিয়মানুবর্তীতা শেখায়। তিনি রবিবার সকালে খুলনা আযম খান সরকারি কমার্স কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। আযম খান সরকারি কমার্স কলেজের অধ্যক্ষ প্রফেসর কার্ত্তিক চন্দ্র মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. গাজী মনিবুর রহমান, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর শেখ রেজাউল করিম ও মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল। এতে স্বাগত বক্তৃতা করেন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজক কমিটির আহবায়ক তারক চাঁদ ঢালী।