স্থানীয় সংবাদ

নগরীর দৌলতপুর ও ফুলবাড়িগেটে কেসিসির উচ্ছেদ অভিযান

স্টাফ রিপোর্টারঃ খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগে সোমবার সকালে নগরীর দৌলতপুর ও ফুলবাড়িগেটে ফুটপাত দখলদারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। অভিযানে প্রায় ৩০টি স্থাপনা অপসারণ করা হয়। একজন দখলদারকে আটক করলেও পরে মুচলেকায় ছেড়ে দেয়া হয়। এ অভিযানে নেতৃত্ব দেন কেসিসির প্রধান রাজস্ব অফিসার (সিআরও) সানজিদা বেগম। অভিযানে অংশ নেয়া সম্পত্তি শাখার ইমতিয়াজ হোসেন বলেন, কেসিসির উচ্ছেদ টিমটি প্রথমে নগরীর ফুলবাড়িগেটে অভিযান চালায়। তারা সেনপাড়া সড়কে অবৈধভাবে গড়ে ওঠা পুলিশিং কমিটির একটি অফিস উচ্ছেদ করেন। এছাড়া শহীদ মিনার চত্বরের আশপাশে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। মানিকতলা ও রেলিগেটে কয়েক স্থাপনা অপসারণ করা হয়। পরে টিমটি দৌলতপুর ফল পট্টিতে অভিযান করেন। এ সময় ফুটপাত দখলের দায়ে এক দখলদারকে আটক করা হয়। পরে মুচলেকায় তাকে ছেড়ে দেয়া হয়। কারণ হিসেবে জানা যায়, পুলিশ কর্মকর্তা পিআই শাহজাহান তাকে ফুটপাত ছেড়ে দেয়ার জন্য একাধিকবার বলার পরও সে ছেড়ে দেয়নি।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button