শেখ আবু আরিফ টিটো স্মৃতি সংসদ চ্যাম্পিয়ন

লিটন স্মৃতি সর্টপিস ক্রিকেট টুর্ণামেন্ট
প্রবাহ স্পোর্টস ডেস্ক ঃ লিটন স্মৃতি সর্টপিস ক্রিকেট টুর্ণামেন্টে শেখ আবু আরিফ টিটো স্মৃতি সংসদ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। সোমবার (১১ মার্চ) সকাল ১০টায় নগরীর রায়পাড়া রোডস্থ ক্লাব সংলগ্ন মাঠে অনুষ্ঠিত ফাইনালে তারা হারিয়েছে সাব্বির স্মৃতি সংসদকে। খেলা শেষে খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরন করেন লিটন স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান চৌধুরী বাবু। চ্যাম্পিয়ন দলের অধিনায়ক নুর ইসলাম মেডেল ও প্রাইজমানি গ্রহন করেন। এ সময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি ফরিদ আহমেদ খোকন, এম এ জলিল, কিকংর দাস, মুকুল দাস, জহির, রাজা, রুমী, পারভেজ, ফয়সাল, পারভেজ শংকরসহ ক্লাবের কর্মকর্তা-কর্মচারী এবং সদস্যবৃন্দ। টুর্ণামেন্টে সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন স্বাধীন ও ইমরান। উল্লেখ্য, ৬ ওভারের এই টুর্ণামেন্টে মোট ১২টি দল অংশগ্রহন করে। প্রতিটি দলে ৭জন করে খেলোয়াড় মাঠে নামে।