স্থানীয় সংবাদ

খুলনা থানায় আগত সেবা প্রত্যাশীদের জন্য ক্ষণিকালয়ের উদ্বোধন

স্টাফ রিপোর্টার : খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মোজাম্মেল হক, বিপিএম (বার), পিপিএম সেবা সোমবার সন্ধায় খুলনা থানায় আগত সেবা প্রত্যাশীদের জন্য নবনির্মিত ক্ষণিকালয়ের শুভ উদ্বোধন ঘোষণা করেন। কেএমপি’র পুলিশ কমিশনার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খুলনা থানায় আগত সেবা প্রত্যাশীদের জন্য নবনির্মিত ও নতুন স্থাপনা ক্ষণিকালয়ে কেক কেটে শুভ উদ্বোধন শেষে সকল কার্যক্রম পরিদর্শন করেন। এসময় খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি কাজী আমিনুল হক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে নবনির্মিত ক্ষণিকালয়ের নির্মাণ শৈলী দেখে সন্তুষ্টি প্রকাশ করেন। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে কেএমপি’র ডেপুটি পুলিশ কমিশনার (সদর) অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত মোহাম্মদ আনোয়ার হোসেন; ডেপুটি পুলিশ কমিশনার (লজিস্টিকস অ্যান্ড সাপ্লাই) অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত এম.এম শাকিলুজ্জামান, ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ তাজুল ইসলাম, বিপিএম সেবা, সহকারী পুলিশ কমিশনার (স্টাফ অফিসার) মো: ইমদাদুল হক, আড়ংঘাটা থানার অফিসার ইনচার্জ মোঃ হাসান আল মামুন এবং খুলনা থানার অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেন খাঁন, পিপিএম সেবাসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ ও অন্যান্য অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button