স্থানীয় সংবাদ

বিভিন্ন বাজার তদারকী জোরদার করণে অতিরিক্ত কমিটি গঠন

খুলনা চেম্বার কতৃর্ক পবিত্র মাহে রমজান মাসে

খবর বিজ্ঞপ্তি : গত ১১ মার্চ, সোমবার খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র পরিচালনা পরিষদের নেতৃবৃন্দের সমন্বয়ে পবিত্র মাহে রমজান মাসে খুলনার বাজারসমূহ তদারকীর জন্য বিভিন্ন কমিটি গঠন করা হয় এবং উক্ত তদারকীমূলক কার্যক্রম জোরদারকরণের নিমিত্তে কমিটিসমূহকে আরও শক্তিশালী করে তোলার লক্ষ্যে অতিরিক্ত কমিটি গঠন করা হয়। সেগুলো হচ্ছে, ভৈরব ষ্ট্র্যান্ড রোড এর পশ্চিম অংশের বাজার এলাকা- দীপক কুমার দাস, পরিচালক, খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি। দৌলতপুর বাজার এলাকা- তিলক কুমার গোস্বামী, পরিচালক, খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি। খুলনা বাজার এলাকা – মোঃ সোহাগ দেওয়ান, পরিচালক, খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি। প্রতিটি বাজারের দোকানের সম্মুখে পণ্যের মূল্য তালিকা ঝুলানো/প্রদর্শন, বাড়তি দামে পণ্য বিক্রয় না করা, মেমো ছাড়া পণ্য ক্রয়-বিক্রয় না করা, পণ্যে ভেজাল বা ওজনে কম না দেওয়াসহ প্রয়োজনীয় বিষয়ে তদারকী ও তা নিশ্চিত করা এবং নিত্য প্রয়োজনীয় পণ্য সরবরাহ ও দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখার জন্য খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র পরিচালনা পরিষদের নেতৃবৃন্দকে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে এ সকল কমিটি গঠন করা হয়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button