স্থানীয় সংবাদ

বিভিন্ন স্থানে বিশ^ ভোক্তা অধিকার দিবস পালন

পাইকগাছা
বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপন উপলক্ষ্যে পাইকগাছা উপজেলা প্রশাসনের উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে দিবসটির শুরুতেই উপজেলা পরিষদ চত্বর থেকে একটা র‌্যালি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। “স্মার্ট বাংলাদেশ গড়ি, ভোক্তার স্বার্থে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করি” প্রতিপাদ্যকের আলোকে দিবসটির বিভিন্ন কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার ইকবাল মন্টু। বিশেষ অতিথি ছিলেন, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, ওসি মোঃ ওবাইদুর রহমান। সভাপতিত্ব করেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার। এসময় বক্তৃতা করেন, উপধ্যক্ষ উৎপল কুমার বাইন, বন কর্মকর্তা প্রেমানন্দ রায়, পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা জয়ন্ত কুমার ঘোষ, খাদ্য নিয়ন্ত্রক হাসিবুর রহমান, ইউএম জিএম জাকারিয়া, ষোলআনা সভাপতি জিএম শুকুরুজ্জামান, গ্রাম ডাক্তার ও ড্রাগিষ্ট সমিতির সভাপতি মোঃ আনোয়ার হোসেন, প্রভাষক বজলুর রহমান, সদস্য হাবিবুর রহমান মুছা, রিমন শেখ, আশরাফুল ইসলাম, দিপংকর প্রসাদ মল্লিক। এসময় সাংবাদিক, বিভিন্ন দপ্তর, প্রতিষ্ঠান ও সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
নড়াইল
“স্মার্ট বাংলাদেশ গড়ি, ভোক্তার স্বার্থে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করি” এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে নড়াইলে বিশ^ ভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে। শুক্রবার দিবসটি পালন উপলক্ষ্যে জেলা প্রশাসন ও ভোক্তা অধিকার সংরক্ষন কমিটির,নড়াইলের আয়োজনে র‌্যালী ও আলোচনা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি র‌্যালী শুরু হয়ে, আদালত সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসের তাৎপর্যের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা, স্মার্ট বাংলাদেশ গড়তে, ভোক্তার অধিকার নিশ্চিতের উপর গুরুত্ব আরোপ করেন। জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী এর সভাপতিত্বে¡, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাশ্বতী শীল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার, নেজারত ডেপুটি কালেক্টর মুহম্মদ আসিফ উদ্দিন মিয়া, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এ্যাডঃ আলমগীর সিদ্দিকী, ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক, সরকারি কর্মকর্তা কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর কর্মকর্তা, ব্যাবসায়ি, ভোক্তাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন।

তৃণমূল আ’লীগের কমিটিতে বিএনপি-জামায়ত সংশ্লিষ্টতা থাকবে না: এমপি রশীদুজ্জামান
পাইকগাছা প্রতিনিধি ঃ খুলনা-৬ (কয়রা-পাইকগাছা)’র আসনের সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামান বলেছেন, আগামীতে তৃনমুল পর্যায়ে আওয়ামীলীগের কমিটি গঠনে বিএনপি-জামায়াত সংশ্লিষ্টতার নাম-গন্ধ থাকবে না। যারা বিতর্কিতদের নাম তালিকাভুক্ত করবেন এর দায় দায়িত্ব সম্পূর্ণ তাদেরকেই বহন করতে হবে। বৃহস্পতিবার দুপুরে পাইকগাছা প্রেসক্লাবে উপজেলা আ’লীগ আয়োজিত দ্বাদশ সংসদ নির্বাচন পরবর্তী বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন। দল ও সকল সহযোগি অঙ্গ সংগঠনের কমিটি গঠনে যাচাই-বাছাই জরুরি মন্তব্য করে তিনি আরোও বলেন, দলকে শক্তিশালী করতে হলে গঠনতন্ত্র অনুযায়ী দল পরিচালিত হবে। জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নেতৃত্বে দেশের অর্থনীতি আজ বিকাশমান। যোগাযোগ, বিজ্ঞান মনস্ক শিক্ষানীতি, বিজ্ঞান, প্রযুক্তি, স্বাস্থ্য সেবা, শতভাগ বিদ্যুতায়ন, সীমান্ত বিজয় ও সমুদ্র অর্থনীতি সহ সামগ্রিকভাবে দেশের উন্নয়ন কর্মকান্ড এগিয়ে যাচ্ছে।মুক্তিযুদ্ধের আঙ্খাকা বঙ্গবন্ধু’র স্বপ্ন পূরণে অ-সাম্প্রদায়িক ও স্মার্ট বাংলাদেশে গঠনে তিনি তৃনমুলের দলীয় নেতা-কর্মীদের প্রতি আহবান জানান। উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু’র সভাপতিত্বে অনুষ্ঠেয় বর্ধিত সভায় তৃনমূল নেতা-কর্মীরা ৪ সদস্যের উপজেলা কমিটি, দীর্ঘদিনের ইউনিয়ন ও পৌরসভা ও ওয়ার্ড আ’লীগের নতুন কমিটি গঠনের জোড়ালো দাবি উঠে। এছাড়া তৃনমুলের নেতা-কর্মীদের মধ্যে দলীয় ইউপি চেয়ারম্যানদের সমন্বয়ে উন্নয়ন কর্মকান্ড পরিচালনার যুক্তিকতা তুলে ধরা হয়। উপজেলা কমিটির সম্পাদক শেখ কামরুল হাসান টিপু ও যুগ্ম সম্পাদক আনন্দ মোহন বিশ্বাসের সঞ্চালনায় বর্ধিত সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগ নেতা অধ্যাপক ড. মুহা. শেখ শহীদ উল্লাহ,খায়রুল ইসলাম, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, উপজেলা কমিটির সাবেক ভার. সম্পাদক মুক্তিযোদ্ধা আঃ রাজ্জাক মলঙ্গী, বর্তমান কমিটির কমিটির সহ-সভাপতি সমিরণ সাধু। বক্তৃতা করেন, ইউপি চেয়ারম্যান কওসার আলী জোয়াদ্দার, রিপন কুমার মন্ডল, কাজল কান্তি বিশ্বাস, শেখ জিয়াদুল ইসলাম জিয়া, সাবেক ইউপি চেয়ারম্যান মনছুর আলী গাজী, রহুল আমিন বিশ্বাস, নির্মল কান্তি মন্ডল, উপজেলা কমিটির সাবেক নেতৃবৃন্দ ও ওয়ার্ড আওয়ামীলীগের নেতা-কর্মীদের মধ্যে একরামুল হক, সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম, কৃষ্ণপদ মন্ডল, এ্যাড. পিযুষ কান্তি সরকার, দীপক কুমার মন্ডল, মোজাফফর আহম্মেদ, কপিলমুনি প্রেসক্লাব সভাপতি হেদায়েত আলী টুকু, পঞ্চানন সানা, মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, এসএম আয়ুব আলী, শংকর দেবনাথ, শেখ বেনজির আহম্মেদ বাচ্চু, নির্মল কুমার বৈরাগী, হেমেশ চন্দ্র মন্ডল, প্রভাষক আ. ওহাব বাবলু, আঃ গফুর গোলদার, ভূধর চন্দ্র মন্ডল, নির্মল বৈদ্য, বিরুপাক্ষ মন্ডল, ইউপি সদস্য রমেশ বর্মন, হামিম সানা সহ অনেকে।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button