বিপিএমপিএ জেলা শাখার পক্ষ থেকে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগীতা

বঙ্গবন্ধুর ১০৫তম জন্মদিবস ও জাতীয় শিশু দিবস উপলক্ষে
খবর বিজ্ঞপ্তি : শনিবার, বেলা ১১টায় খুলনায় ময়লাপোতা মোড়স্থ বিপিএমপিএ এর নিজস্ব কার্যালয়ে বাংলাদেশ প্রাইভেট মেডিকেল প্র্যাক্টিশনার্স এসোসিয়েশন (বিপিএমপিএ), খুলনা জেলা শাখার পক্ষ থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৫তম জন্মদিবস ও জাতীয় শিশু দিবস উপলক্ষে এক চিত্রাঙ্কন প্রতিযোগীতার আয়োজন করা হয়। উক্ত চিত্রাঙ্কন প্রতিযোগীতার শুভ উদ্বোধন করেন স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও বিপিএমপিএ, এর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এবং খুলনা জেলা শাখার সংগ্রামী সভাপতি ডা. গাজী মিজানুর রহমান। অনুষ্ঠানের সঞ্চালনায়ে ছিলেন বিপিএমপিএ, খুলনা জেলা শাখার সাধারণ সম্পাদক ভারপ্রাপ্ত অধ্যাপক ডা. বঙ্গ কমল বসু। প্রতিযোগীতার সার্বিক পরিচালনায় ছিলেন বিপিএমপিএ, খুলনা জেলা শাখার সাংস্কৃতিক সম্পাদক ডা. অপু লরেন্স বিশ্বাস, প্রচার ও জনসংযোগ সম্পাদক ডা. বিশ^জিৎ সরকার, ডা. চন্দন কুমার সাহা, ক্রীড়া বিষয়ক সম্পাদক ডা. আবু মো: মঈনউদ্দিন-আল-আমিন ও ডা. নাজদান লস্কর। উক্ত প্রতিযোগীতায় খুলনা শহরের বিভিন্ন স্কুল থেকে আগত শতাধিক শিশুরা অংশগ্রহণ করেন। এছাড়া আরো উপস্থিত ছিলেন, সহ-সভাপতি ডা. আর. কে. নাথ, সহ-সভাপতি ডা. মো. বোরহান উদ্দিন আহমেদ, ডা. এম. আর. খান, ডা. মো. মোস্তফা কামাল, কোষাধ্যক্ষ ডা. এম. এ. হান্নান, সাংগঠনিক সম্পাদক ডা. গৌতম রায়, দপ্তর-সম্পাদক ডা. এম. বি. জামান, বিজ্ঞান বিষয়ক সম্পাদক ডা. কাজি হাফিজুর রহমান, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক ডা. মো: মো: মাহমুদ হাসান লেনিন, সমাজ কল্যাণ সম্পাদক ডা. মো. আব্দুস সবুর, চিকিৎসা বিষয়ক সম্পাদক ডা. শাহীন নওরোজী, কার্যকরী পরিষদের সিনিয়র সদস্য ডা. সৈয়েদা জাহানারা মাহমুদ, অধ্যাপক ডা. মনোজ কুমার বোস, ডা. কানিজ ফাহমিদা, ডা. মোল্লা হারুন-অর-রশীদ, ডা. নুরসেরাত আহমেদ, ডা. আরিফা বেগম, ডা. অনুপ কুমার দে ও ডা. মো. রকিবুল ইসলাম সহ সরকারি-বেসরকারি বিপুল সংখ্যক সম্মানিত চিকিৎসকবৃন্দ।