স্থানীয় সংবাদ

আইনজীবী সমিতিতে আলোচনা সভা

বঙ্গবন্ধুর জন্মদিন ও শিশু দিবস উপলক্ষে জেলা

খবর বিজ্ঞপ্তি : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস-২০২৪ উপলক্ষে খুলনা জেলা আইনজীবী সমিতিতে পতাকা উত্তোলন করা হয় সকাল ৭টায় জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করা হয় সকাল ৯টা৩০মিনিটে শিশুদের মাঝে চিত্রাঙ্গক প্রতিযোগীতা, কবিতা আবৃতি, আইনজীবীদের কবিতা আবৃতি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সর্বশেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন খুলনা জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড: মো: সাইফুল ইসলাম এবং সঞ্চালনা করেন সমিতির সাধারন সম্পাদক এ্যাড: এস এম তারিক মাহমুদ তারা। উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন এ্যাড: এনামুল হক, এ্যাড: কে,এম ইকবাল হোসেন, এ্যাড: শিকদার হাবিব, এ্যাড: এম এম সাজ্জাদ আলী, এ্যাড:শামীম মোশারফ, এ্যাড: মোল্লা আবেদ হোসেন, এ্যাড: আরিফ মাহমুদ লিটন, এ্যাড:কৃষ্ণপদ দত্ত, এ্যাড: শেখ আশরাফ আলী পাপ্পু, এ্যাড: মুন্সী মোস্তাফিজুর রহমান, এ্যাড: মল্লিক আল হেলাল, এ্যাড: অশোক কুমার গোলদার, এ্যাড: তাপস রাহা, এ্যাড:পলাশ, এ্যাড: মনিরুজ্জামান মনি, এ্যাড: সাজ্জাদ, এ্যাড: আক্তারুজ্জামান জীবন, এ্যাড: মনোরঞ্জন মন্ডল, এ্যাড: আব্দুল জলিল, এ্যাড: শেখর চন্দ্র ঢালী, এ্যাড: মো: মতিয়ার রহমান মোল্লা, এ্যাড: রেহেনা চৌধুরী, এ্যাড: নুরুননাহার লাকী, এ্যাড: রওগন আরা, এ্যাড: উল্লাস কর বৈরাগী, এ্যাড: রথীন্দ্রনাথ সরদার, এ্যাড: খোরশেদ আলম, এ্যাড: নওশীন রহমান বর্ষা, এ্যাড: মেহেদী হাসান, এ্যাড: আব্দুল কুদ্দুস, এ্যাড: মো: আশরাফুল আলম, এ্যাড: রোমানা তানহা, এ্যাড: পামোলী কাদের সহ কার্যনির্বাহী পরিষদের সদস্যবৃন্দ এ্যাড: কে,এম মিজানুর রহমান, এ্যাড: শিরিন আক্তার পপি, এ্যাড: তমাল কান্তি ঘোষ, এ্যাড: কাজী সাইফুল ইমরান, এ্যাড: মো: আসাদুজ্জামান গাজী মিল্টন, এ্যাড: ওমর ফারুক রনি, এ্যাড: সরদার আশরাফুর রহমান দিপু, এ্যাড: এস,এম আব্দুস সাত্তার, এ্যাড: প্রজেশ রায়, এ্যাড: মো: মনিনুর ইসলাম মনির,্ এ্যাড: সাবিরা সুলতানা হ্যাপি, এ্যাড: খাদিজা আক্তার টুলু সহ আরো অনেকে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button