স্থানীয় সংবাদ

বঙ্গবন্ধুর জন্মদিন ও শিশু দিবস উপলক্ষে নগর শিশুদের চিত্রাংকন ও ভাষণ প্রতিযোগিতা আজ

যুবলীগের উদ্যোগে

খবর বিজ্ঞপ্তি : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে নগর যুবলীগের তিন দিন ব্যাপী কর্মসুচীর প্রথমদিনে জাতির পিতার প্রতিকৃতিতে মাল্যদান। রবিবার সকালে খুলনা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জাতির প্রতিকৃতিতে মাল্যদান করেন নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন নগর যুবলীগের সভাপতি সফিকুর রহমান পলাশ, নগর যুবলীগ নেতা আব্দুল কাদের শেখ, অভিজিৎ চক্রবর্তী দেবু, কবির পাঠান, সাবেক ছাত্রনেতা মাসুদ পারভেজ, সবুজ হাজরা, ওয়ার্ড যুবলীগ নেতা কাঞ্চন শিকদার, জামিল আহমেদ সোহাগ, ছাত্রলীগ নেতা জহির আব্বাস, হিরন হাওলাদার, রফিকুর ইসলাম রফিক, চয়ন, ফয়সাল আহম্মেদ, আরজু ওয়াহিদ প্রমুখ। এরআগে, নেতৃবৃন্দ সকাল সাতটায় দলীয় কার্যারয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে মাল্যদান করেন। এছাড়াও সকাল নয়টায় খুলনা মহানগর আওয়ামী লীগের আলোচনা সভায় অংশগ্রহন করেন নেতৃবৃন্দ। এছাড়াও কর্মসুচীর দ্বিতীয় দিন আজ ১৮মার্চ সোমবার খুলনা প্রেস ক্লাবে শিশুদের বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ প্রতিযোগিতা ও চিত্রাংকন প্রতিযোগিতা। সকাল নয় টায় খুলনা প্রেস ক্লাবের আলহাজ¦ লিয়াকত আলী মিলনায়তনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় ক বিভাগে শিশু থেকে ২য় শ্রেণীর শিক্ষার্থীরা অংশগ্রহন করবে। খ বিভাগে ৩য় থেকে ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা অংশগ্রহন করবে। গ বিভাগে ৭ম থেকে ১০ম শ্রেণীর শিক্ষার্থীরা অংশগ্রহন করবে।
একই দিন বিকাল তিন টায় একই স্থানে চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহন করবে। চিত্রাংকন প্রতিযোগিতায় ক বিভাগে প্লে থেকে নার্সারীর শিক্ষার্থীরা উন্মুক্ত বিষয়ের উপর উন্মুক্ত মাধ্যম দিয়ে চিত্রাংকন করবে। খ বিভাগে ১ম থেকে ২য় শ্রেণীর শিক্ষার্থীরা মুক্তিযুদ্ধ বিষয়ে উন্মক্ত মাধ্যম দিয়ে চিত্রাংকন করবে। গ বিভাগে ৩য় থেকে ৫ম শ্রেণীর শিক্ষার্থীরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি বিষয়ে উন্মুক্ত মাধ্যম দিয়ে চিত্রাংকন করবে।
শিক্ষার্থীরা প্রতিযোগিতা শুরুর আগে প্রতিযোগিতার স্থানে এসে রেজিষ্ট্রেশন করতে পারবে। এছাড়াও প্রতিযোগিতায় আয়োজকদের পক্ষ থেকে শুধুমাত্র আর্ট পেপার শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হবে। এবং ১৯মার্চ মঙ্গলবার, বিকাল চারটায় দলীয় কার্যালয়ে পথচারীদের মাঝে ইফতার বিতরণ কর্মসুচী গ্রহন করা হয়েছে। উপরোক্ত কর্মসুচী সফলে, নগর, থানা ও ওয়ার্ড যুবলীগের নেতা কর্মীদের নির্দেশ দিয়েছেন নগর যুবলীগের সভাপতি সফিকুর রহমান পলাশ ও সাধারণ সম্পাদক শেখ শাহাজালাল হোসেন সুজন।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button