বঙ্গবন্ধুর জন্ম না হলে এদেশ স্বাধীন হতো না – ইয়াকুব আলী এমপি
মণিরামপুর (যশোর) প্রতিনিধি ঃ ৮৯,যশোর-৫(মণিরামপুর)আসনের সংসদ সদস্য আলহাজ্ব এস.এম ইয়াকুব আলী বলেছেন,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে এদেশ স্বাধীন হতো না। বঙ্গবন্ধু স্বাধীন সার্বোভৌম বাংলাদেশের রূপকার।
রবিবার(১৭মার্চ)মণিরামপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত বঙ্গবন্ধুর জীবনভিত্তিক আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব এস.এম ইয়াকুব আলী এমপি উপরোক্ত কথা বলেন। উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি ইয়াকুব আলী আরও বলেন, বঙ্গবন্ধু তুমি জন্মেছিলে তাই আমি বাঙ্গালী,তুমি জন্মেছিলে তাই এই মানচিত্র আমার, তুমি জন্মেছিলে তাই লাল সবুজের পতাকা আমার।
শিশুদের জন্য বঙ্গবন্ধুর অবদান তুলে ধরে তিনি আরও বলেন, স্বাধীন বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় এসে বঙ্গবন্ধু শিশুদের জন্য মা ও শিশু কল্যাণ অধিদপ্তর, বাংলাদেশ শিশু একাডেমী, শিশু অধিকার আইন প্রনয়ন ও শিশুদের অবৈতনিক শিক্ষার জন্য ৩৭ হাজার প্রাইমারী স্কুলকে সরকারী করেন। বঙ্গবন্ধুর জন্মদিনকে জাতীয় শিশু দিবস হিসেবে সরকার পালন করায় তিনি সদাশয় সরকারকে সাধুবাদ জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান নাজমা খানম।
উপজেলা সমাজসেবা অফিসার মো: রোকনুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো: আলাউদ্দীন, থানার অফিসার ইনচার্জ এবিএম মেহেদী মাসুদ ও উপজেলা কৃষি অফিসার ঋতুরাজ সরকার।
এর আগে উপজেলা পরিষদ চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন এমপি এস.এম ইয়াকুব আলী। এ ছাড়া অনুষ্ঠানে জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে আয়োজিত বিভিন্ন প্রতিযোগীতার কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ ও দুস্থ ও অসহায় মহিলাদের মাঝে সেলাইমেশিন ও প্রতিবন্দ্বীদের মাঝে হুইল চেয়ার বিকরণ করেন এমপি ইয়াকুব আলী।