স্থানীয় সংবাদ

ডুমুরিয়ায় ব্যাক ইন মোশনের অর্ধেক মূল্যে খাদ্য সামগ্রী বিতরন

স্টাফ রিপোর্টার : খুলনার ডুমুরিয়ার খর্নিয়ার ট্রিপনায় পবিত্র মাহে রমজান উপলক্ষে দুই শতাধিক গরীব ও অসহায়দের মাঝে ব্যাক ইন মোশন: আমেরিকান হেলথ এন্ড ওয়েলনেস এর পক্ষ থেকে অর্ধেক মূল্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার বেলা ১১টায় প্রতিষ্ঠানের নিজস্ব কার্যালয়ে ব্যাক ইন মোশনের সম্মানিত উপদেষ্টা: আকিলা রহমান, চেয়ারম্যান: ড: তাজিয়া সরদার এর পৃষ্ঠপোষকতায় এবং ব্যবস্থাপনা পরিচালক ডা: মো: আবদুলাহ ইউসুফ এর পরিকল্পনা এবং বাস্তবায়নে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য: ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি ছোলা, ১ কেজি পেঁয়াজ, ১ লিটার তেল এবং ৫০০ গ্রাম খেজুর মাত্র ৫০০ টাকায় বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন ডুমুরিয়া পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মোঃ আব্দুল মতিন, ইউপি সদস্য আবুল কাশেম, ইউপি সদস্য মহসিন উদ্দিন, বদরুল শেখ প্রমুখ। এলাকাবাসি জানান, ডাঃ আব্দুল্লাহ ইউসুফ এ অঞ্চলের অসহায় গরীব মানুষের সেবায় সর্বদা কাজ করে চলেছেন। তারা স্বামী স্ত্রী দুইজন এই অঞ্চলের গরিব দুঃখী মানুষদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও বিভিন্ন সময়ে দুর্যোগে আত্ম মানবতার সেবায় বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে চলেছেন। ডাক্তার আব্দুল্লাহ ইউসুফ এর মত সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষগুলো অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়ালে দেশ আরো এগিয়ে যাবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button