বিরোধী দলকে নিশ্চিহ্ন করে দিতে চায় সরকার: এড. মনা

খবর বিজ্ঞপ্তি : সরকার দেশ থেকে বিরোধী দলকে নিশ্চিহ্ন করে দিতে চায় অভিযোগ করে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও খুলনা মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা বলেছেন, সরকার শুধু বিরোধী দলের ওপর নির্যাতন করছে না, তারা এ দেশ থেকে বিরোধী দলকে নিশ্চিহ্ন করে দিতে চায়।
মঙ্গলবার (১৯ মার্চ) বিকাল ৩টায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ও কেন্দ্রীয় বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুলের তত্ত্বাবধায়নে খানজাহান আলী থানা বিএনপির আয়োজনে ফুলবাড়ি গেটস্থ বিএনপি কার্যালয়ে সরকারের নির্যাতন নিপিড়নের স্বীকার পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, লুটেরা সরকারের প্রতিটি নির্যাতনের ঘটনার বিচার এদেশের মাটিতে হবে। বিশেষ অতিথির বক্তব্যে মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন বলেছেন, বিএনপি লগিবৈঠার রাজনীতি করে না। বিএনপি জনগণের শক্তিতে বিশ্বাসী। কারণ জনগণই সব ক্ষমতায় উৎস। দেশের গণতন্ত্র, জনগনের ভোট ও ভাতের অধিকার ও কথা বলার অধিকার না ফিরিয়ে আনা পর্যন্ত এক দফার আন্দোলন চালিয়ে যাওয়ার আহবান জানান। খানজাহান আলী থানা বিএনপির আহবায়ক কাজী মিজানুর রহমানের সভাপতিত্বে খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, আবু সাঈদ হাওলাদার আব্বাস, মোঃ আলমগীর হোসেন, শেখ আব্দুস সালাম, মোঃ জাহিদুল ইসলাম, জাহাঙ্গীর হোসেন খোকা, মোল্লা সোহরাব হোসেন, মুন্সি আজমাল হোসেন, শেখ বিলাল হোসেন, এমদাদ মোড়ল, চমন আক্তার, হেলাল শরীফ, রফিকুল ইসলাম, শাহরিয়ার খান মাসুম, শহিদুল ইসলাম সোহেল, মেহেদী হাসান বাপ্পি, মিজানুর রহমান সোহেল, মোঃ আনোয়ার হোসেন, মনির হাওলাদার, জুয়েল হাসান, রেজাউল ইসলাম, জিহাদুল ইসলাম, মোঃ মাসুম বিল্লাহ, হাবিবুর রহমান বিপ্লব, আবুল হায়াত শুভ, সিয়াম হোসেন, মেহেদী হাসান, শেখ রাব্বি, জাহিদুল ইসলাম, মশিউর রহমান তুষার, শাহেদ প্রমূখ।