স্থানীয় সংবাদ

মণিরামপুরে ১০ কেজি ওজনের কষ্টি পাথরের কৃষ্ণ মূর্তি উদ্ধার

মণিরামপুর (যশোর) প্রতিনিধি : যশোরের মণিরামপুরে ১০-১২ কেজি ওজনের পুরোন আমলের একটি কৃষ্ণ মূর্তি উদ্ধার হয়েছে। গত শনিবার উপজেলার ঢাকুরিয়া বারপাড়া গ্রামের কু-ু পাড়ায় মুরগি খামারে কাজ করতে গিয়ে বাবুল হোসেন নামে এক শ্রমিক মূর্তিটি খুঁজে পান। দুইদিন আগে মূর্তি উদ্ধার হলেও সোমবার সকালে খবরটি চাউর হয়েছে। স্থানীয়দের ধারণা পুরোন আমলের মূর্তিটি কষ্টি পাথরের তৈরি। মূর্তির ওজন আনুমানিক ১০-১২ কেজি। যার বাজার মূল্য প্রায় ১৫ কোটি টাকা। সরেজমিন জানা গেছে, ঢাকুরিয়া বারপাড়া গ্রামের কল্যাণ কুন্ডুর ছেলে কংকন কুন্ডু স্থানীয় মুক্তেশ্বরী নদীতে স্কেভেটর লাগিয়ে পুকুর কেটেছেন। সেই মাটি নিয়ে তিনি ‘ঘাসফড়িং এগ্রো’ নামে মুরগি খামার করছেন। খামারে মাটি সমান করতে গিয়ে মূর্তিটির সন্ধান পান বাবুল হোসেন নামে এক শ্রমিক। বাবুল হোসেন বলেন, গত শুক্রবার রাতে বৃষ্টি হওয়ার পর মূর্তির উপর থেকে মাটি সরে গেছে। শনিবার বেলা ১০টার দিকে খামারে মাটি সমান করতে গিয়ে প্রথমে কালো হাত দেখতে পাই। এরপর মাটি সরিয়ে দেখি মূর্তি। আমার সাথে গৌতম কুন্ডু কাজ করছিলেন। এরপর গৌতমকে ডেকে মূর্তি দিয়ে দিই। বাবুল হোসেন আরও বলেন, মূর্তির দুই পার নিচের অংশ পাওয়া যায়নি। ধারণা হচ্ছে, নদী থেকে স্কেভেটর দিয়ে মাটি কাটার সময় মূর্তির পা দুটো ভেঙে গেছে। গৌতম কুন্ডু বলেন, উদ্ধার মূর্তিটি কষ্টি পাথরের কৃষ্ণ দেবের। আমরা বাড়িতে নিয়ে মূর্তির আরাধনা করছিলাম। পরে আমার ভাইপো কংকন কুন্ডু জানতে পেরে মূর্তিটি যশোরে নিয়ে গেছে।
গৌতম কুন্ডু বলেন, এক সময় বারপাড়ায় ঠাকুরদের বসবাস ছিল। তারা মুক্তেশ্বরী নদীর সীমানা ঘেষে মন্দিরে আরাধনা করতেন। পরে সেই মূর্তি নদীতে বিসর্জন দিতেন। পরে ঠাকুরেরা এই অঞ্চল ছেড়ে চলে যায়। আমরা এখন সেই মন্দিরে পুজো করি। ধারণা করছি, এটি দেড়শ-দুইশ বছর আগের মূর্তি। কংকন বিশ্বাস বলেন, আমি যশোর শহরে থাকি। মূর্তির বিষয়ে আমি গত রোববার যশোরের জেলা প্রশাসককে জানিয়েছি। মূর্তি তাঁকে দেখিয়ে আমার কাছে রেখেছি। সোমবার সকালে জেলা প্রশাসকের সাথে দেখা করেছি। তিনি আমার সাথে পুলিশ ফোর্স দিয়েছেন। যেখান থেকে মূর্তি উদ্ধার হয়েছে আমরা এখন সেখানে মূর্তি নিয়ে এসেছি। এলাকার লোকজন মূর্তি দেখতে চেয়েছেন। আজ বিকেলে আনুষ্ঠানিকভাবে মূর্তি জেলা প্রশাসকের কাছে হস্তান্তর করা হবে।
মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাসুদ পুরোন আমলেন মূর্তি উদ্ধারের বিষয়টি শুনেছেন বলে জানান।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button