ফুলতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসাবে ফারজানা নিশার দায়িত্ব গ্রহণ
খানজাহান আলী থানা প্রতিনিধিঃ ফুলতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসাবে মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা ফেরদৌস নিশা দায়িত্ব গ্রহণ করেছেন। গতকাল ১৯ মার্চ সকালে ফুলতলা উপজেলা পরিষদ মিলানায়তনে ফুলতলা উপজেলা পরিষদের সচিব মোঃ সেলিম উদ্দিন তাকে আনুষ্ঠানিকভাবে চেয়ারম্যান হিসাবে দায়িত্ব বুঝে দেন।
২০১৯ সালে অনুষ্ঠিত ফুলতালা উপজেলা পরিষদ নির্বাচিত আলহাজ্জ শেখ আকরাম হোসেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হন। আলহাজ্জ শেখ আকরাম হোসেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৫ আসন থেকে সংসদ সদস্য পদপ্রাথী হিসাবে নির্বাচন করতে উপজেলা পরিষদ(সংশোধন) আইন-২০১১ এর ১২(১) ধারা অনুযায়ী স্বেচ্ছায় স্বীয় পদত্যাগ করেন। পদত্যাগ করার পর একই আইনের ১২(২) ধারা অনুযায়ী পদত্যাগপত্র গ্রহন করে গত ২৯ নভেম্বর ২০২৩ চেয়ারম্যান পদটি শুন্য ঘোষনা করেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়। দীর্ঘদিন পদটি শুন্য থাকার পর গত ১৮ মার্চ ফুলতলা উপজেলা পরিষদের অস্থায়ী চেয়ারম্যান হিসাবে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা ফেরদৌস নিশাকে দয়িত্ব প্রদান করেন সংশিষ্ট মন্ত্রণালয়। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব পূরবী গোলদার স্বক্ষরিত এক আদেশে বলা হয় ফুলতলা উপজেলা পরিষদের কার্যক্রম সুষ্ঠভাবে পরিচালনার স্বার্থে উপজেলা পরিষদের নতুন চেয়ারম্যান কার্যভার গ্রহণ না করা পর্যন্ত মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা ফেরদৌস নিশাকে পরিষদের চেয়ারম্যানের দায়িত্বসহ আর্থিক ক্ষমতা প্রদান করা হলো।
ফুলতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসাবে দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে ফুলতলা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মু্িক্তযোদ্ধা আবু জাফর, রাজিব ভুইয়া ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান ও আইয়ান গ্রুপের পরিচালক মোঃ জহিরউদ্দিন রাজিব ভূইয়া(সিআইপি),ফুলতলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিনাল হাজরা, ৪নং ফুলতালা ইউনিয়নের চেয়ারম্যান আবুল বাশার, ৩নং জামিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরদার মনিরুল ইসলাম, ইউপি সদস্য কবির হোসেন, নবকুমার, আব্দুল আজিজ, সাত্তার মামুন, ফুলতলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোল্যা হেদায়েত হোসেন লিটুসহ জনপ্রতিনিধি, সাংবাদিকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।