স্থানীয় সংবাদ
কুয়েটের ইইই বিভাগের প্রয়াত সহকারী অধ্যাপকর রূহের মাগফিরাত কামনায় দোয়া
ইইই এসোসিয়েশনের পক্ষ থেকে ইফতার মাহফিল
খবর বিজ্ঞপ্তি : খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের সদ্য প্রয়াত সহকারী অধ্যাপক মোঃ সাফিউল ইসলামের রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২০ মার্চ বুধবার বিকালে বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সোবহান মিয়া। ইইই বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোঃ সালাহ উদ্দীন ইউসুফ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইইই এসোসিয়েশনের সভাপতি প্ররেফসর ড. মোঃ নুরুন্নবী মোল্লা। দোয়া মাহফিল শেষে ইইই এসোসিয়েশনের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ইইই বিভাগের শিক্ষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।