খুলনা বিভাগীয় শ্রম অধিদপ্তরের মামলায় এজাক্স জুট মিলের চেয়ারম্যানের ২ বছরের কারাদ-
সাইফুল্লাহ তারেক, আটরা গিলাতলা প্রতিনিধি ঃ শ্রমিকদের পাওনা পরিশোধ সংক্রান্ত সিদ্ধান্ত ভঙ্গের মামলায় বুধবার দুপুরে খুলনার বেসরকারি এজাক্স জুট মিলের চেয়ারম্যান কাউছার জামান বাবলাকে ২ বছরের কারাদ- ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ মাসের কারাদন্ড দিয়েছেন বিভাগীয় শ্রম আদালত।আদালত সূত্রে জানা যায়, জুট মিল কর্তৃপক্ষ শ্রমিকদের মজুরী যথাসময় পরিশোধ না করায় বিভিন্ন সময় বিভাগীয় শ্রম দপ্তর কাছে অভিযোগ করেন শ্রমিকেরা। অভিযোগের প্রেক্ষিতে খুলনা বিভাগীয় শ্রম দপ্তের আয়োজনে ২০১৪ সালের ২১ ডিসেম্বর মালিক-শ্রমিক ও সরকার পক্ষে সমন্বয় ত্রিপক্ষিয় সভা হয়। সভায় দ্রুত সময়ের মধ্যে শ্রমিকদের বকেয়া মজুরী পরিশোধ করে মিল চালু করবেন কর্তৃপক্ষ এমন সিদ্ধান্ত নেয়া হয়। কিন্তু সিদ্ধান্ত বাস্তবায়ন না করায় ২০১৫ সালে এজাক্স জুট মিলের চেয়ারম্যান কাউছার জামান বাবলার বিরুদ্ধে শ্রম আদালতে মামলা করেন খুলনা বিভাগীয় শ্রম দপ্তর পরিচালক মোঃ মিজানুর রহমান । বর্তমানে জুট মিলের শ্রমিকদের পাওনা প্রায় ১৫ কোটি টাকা।এদিকে শ্রমিকদের বকেয়া পাওনা আদায়ের ব্যাপারে খুলনা বিভাগীয় শ্রম দপ্তরের উদ্যোগকে স্বাগত জানিয়ে এজাক্স জুট মিলের চেয়ারম্যান কাউছার জামান বাবলাকে অতিদ্রত গ্রেফতারের দাবি জানিয়ে গতকাল বিকালে খুলনা যশোর মহাসড়কে বিক্ষোভ মিছিল বের করে বেসরকারী পাট, সুতা বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশন ও এ্যাজাক্স জুট মিলের সাধারন শ্রমিক কর্মচারীরা। মিছিল শেষে ফেডারেশনের সভাপতি শেখ আমজাদ হোসেনের সভাপতিত্বে পথসভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তৃতা করেন সংগঠনের সাধারন সম্পাদক গোলাম রসুল খান, সহ সভাপতি সেকেন্দার আলী, নিজামউদ্দীন, বীর মুক্তিযোদ্ধা ইজ্ঞিল কাজী, প্রচার সম্পাদক সাইফুল্লাহ তারেক, শ্রমিক নেতা আঃ ওহাব,কাজী মুস্তাফিজুর রহমান, ওবায়দুর রহমান, বাবুল হোসেন প্রমুখ। সভা থেকে আগামি ২৭ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে গাফফারফুড মোড়ে আলোচনা সভা ও নতুন কর্মসুচি ঘোষনা করা হবে বলে জানান শ্রমিক নেতারা।