স্থানীয় সংবাদ

খালিশপুরে আলোচিত হাসিব হত্যা মামলার আসামী ইয়াবাসহ গ্রেফতার ঃ বিচার কার্যক্রম শেষ পর্যায়ে

স্টাফ রিপোর্টার ঃ নগরীর খালিশপুরে আলোচিত ছাত্রলীগ কর্মী হাসিবুর রহমান নিয়াজ হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামী সাজ্জাদ হোসেন ইয়াবাসহ গ্রেফতার হয়েছে। মামলার বিচার কার্যক্রম ইতোমধ্যে শেষের দিকে রয়েছে। ইতোমধ্যে ২৬ জনের স্বাক্ষী সম্পন্ন হয়েছে। খুলনা নারী ও শিশু নির্যাতন দমন -৩ নং আদালতে হাসিব হত্যা মামলার বিচার চলছে। এখন চলছে মামলার তদন্তকারী কর্মকর্তার স্বাক্ষী। মাদক বিক্রির প্রতিবাদ করায় এলাকার মাদক বিক্রেতারা পরস্পর যোগসাজসে পরিকল্পিতভাবে কলেজ ছাত্র হাসিবকে কুপিয়ে হত্যা করে বলে মামলার তদন্তকারী কর্মকর্তা তার তদন্ত প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করেন। পুলিশ জানায়, গত ১৫ মার্চ খুলনা সদর থানা পুলিশ ৩২ পিস ইয়াবাসহ হাসিব হত্যা মামলার আসামী সাজ্জাদ হোসেন(২৪)সহ দু’ জনকে গ্রেফতার করে। ৫নং ঘাট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সাজ্জাদ হোসেন খালিশপুর ভাটিয়াপাড়া সৌখিন টেইলার্সের পিছনের বাসিন্দা নুরু ওরফে কানা নুরুর ছেলে। সে কলেজ ছাত্র হাসিব হত্যা মামলার চার্জশীটভুক্ত আসামী। এছাড়া এ হত্যা মামলার দু’জন চার্জশীটভুক্ত আসামী ফয়জুর রহমান আরাফাত ও রওশন আনিজী অন্তুকে খালিশপুর থানা স্বেচ্ছাসেবকরীগ কমিটিতে স্থান দেয়া নিয়ে দলের মধ্যে ব্যাপক বির্তক সৃষ্টি হয়। আসামি রওশন আনিজী অন্তু ও মো. ফয়জুর রহমান আরাফাত স্বেচ্ছাসেবকলীগ খালিশপুর থানা কমিটির কার্যনির্বাহী কমিটির ৯২ ও ৯৩ নং সদস্য হিসেবে স্থান পেয়েছেন। তাদেরকে কমিটিতে রাখায় বিব্রত অন্যান্য নেতাকর্মীরা। মামলার অন্যান্য আসামিরা হলেন, খালিশপুর তৈয়বা কলোনীর কবির হোসেনের ছেলে সৈকত (৩২), তৈয়বা কলোনীর লাভ রোডের কুদ্দুস মোল্লার ছেলে আরাফাত (৩৫), মেগার মোড়ের বাবুর ছেলে অন্ত (৩২), তৈয়বা কলোনীর রুনু হাওলাদারের ছেলে হাসান রাব্বি (২৬), পাওয়ার হাউজ গেট এলাকার কানা নুরুর ছেলে সাজ্জাত (২০) ও সেন্টুর ছেলে হৃদয় (২০), টিএন্ডটি এলাকার স্বামী হারা রোডের নান্নুর ছেলে তুষার (২২), তৈয়বা কলোনীর আকরামের বাড়ির ভাড়াটিয়া রাব্বি ওরফে নাটা রাব্বি (২৫) ও রুবেল (২৪), তৈয়বা কলোনীর রাকিবের বাড়ির ভাড়াটিয়া ফকরুলের ছেলে সাইফুল (২৫), বঙ্গবাসি এলাকার মান্নানের ছেলে পয়েন্ট বাবু (২৫) ও কালামের ছেলে সালমান (১৯), তৈয়বা কলোনীর জব্বারের ছেলে রায়হান (২২), মনিরহাজি মসজিদের পাশে এনই-৯ এর বাসিন্দা আমীর খানের দু’ছেলে আরিফ (২৮) ও মুন্না (২২), তৈয়বা কলোনীর নাটা জুয়েল (২৫) ও ভাসানি স্কুলের সামনে এন এ/২৩ এর বাসিন্দা আমিন উদ্দিনের ছেলে আতাং বাবু (২৮)। উল্লেখ্য, গত ১৯ আগস্ট’২০ খালিশপুর শিশু পার্ক সংলগ্ন ক্রিয়েটিভ কাটস্ এন্ড কফি হাউজে ছাত্রলীগ কর্মী হাসিবুর রহমান নিয়াজকে কুপিয়ে হত্যা, নগর ছাত্রলীগের সদস্য মোঃ জুবায়ের হোসেন ও তার বন্ধু মোঃ রানাকে কুপিয়ে জখম করে সন্ত্রাসীরা। যা কফি হাউজের সিসি টিভি ক্যামেরায় ধরা পড়ে। এঘটনায় নিহত হাসিবুর রহমান নিয়াজের পিতা মোঃ হাবিবুর রহমান বাদী হয়ে ২০জনের নাম উল্লেখসহ অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা করেন। পরবর্তীতে মামলার তদন্ত কর্মকর্তা এস আই মিজানুর রহমান ২৭ জনকে আসামি করে আদালতে চার্জশিট দাখিল করেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button