স্থানীয় সংবাদ

ফুটপাত দখলদারদের বিরুদ্ধে কেসিসির অভিযান

সাড়ে ২৭ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার ঃ খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) উদ্যোগে বৃহস্পতিবার সকালে নগরীর লোয়ার যশোর সড়ক, ক্লে রোড ও নিউ মার্কেট কাঁচা বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে ফুটপাথের ওপর চুলা স্থাপন ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য বিক্রয়, রান্না করে সাধারণ মানুষের উৎপাত করা, কর্মচারিদের নখ বড়, ফুটপাতে গ্যাস সিলিন্ডার রেখে বিপদজনক অবস্থায় রান্না করার অপরাধে শহিদ হাদিস পার্কের দক্ষিণ পাশর্^স্থ বিরানী ঘরের মালিক মো: সামাদ আলী গাজীকে ১০ হাজার টাকা, ফুটপাত দখল ও সিগারেটের বিজ্ঞাপন দেয়ার অপরাধে মাহবুবকে এক হাজার টাকা, সড়কে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি ও গণ উপদ্রব তৈরীর অপরাধে ডাকবাংলো মোড়স্থ ক্লে রোডে ফল বিক্রেতা হিরক মল্লিককে পাঁচ হাজার টাকা ও একই অপরাধে অপর ফল বিক্রেতা মোঃ মিজানকে পাঁচ হাজার টাকা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য বিক্রয়, কর্মচারির নখ না কাটার অপরাধে ফাস্টফুড দোকান ফুড ল্যান্ড মালিক টিপু সুলতানকে এক হাজার টাকা এবং নিউ মার্কেট বাজারে রাসায়নিক দ্রব্য মিশিত কলা বিক্রির দায়ে আতিয়ার রহমানকে ৫ হাজার ও পানি মিশ্রিত দুধ বিক্রয়ের অপরাধে মো: বেলাল হোসেনকে ৫’শ টাকা জরিমানা করে তাৎক্ষণিক আদায় করা হয়। কেসিসির প্রধান রাজস্ব কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সানজিদা বেগমের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে কেসিসির ভেটেরিনারী অফিসার ড. পেরু গোপাল বিশ^াস, বাজার সুপার এম এ মাজেদ, এস্টেট অফিসার নুরুজ্জামান তালুকদার, সহকারি এষ্টেট অফিসার শেখ মাসুদ আলী, স্যানিটারি ইন্সপেক্টর শেখ মেহেদী হাসান বুলবুল, নবজিত বাইন, সম্পত্তি শাখার ইমতিয়াজ হোসেন, বাজার শাখার সুজন, আকমল, জিল্লুরসহ মেট্রোপলিটন পুলিশের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। কেসিসির ভেটেরিনারী অফিসার ড. পেরু গোপাল বিশ^াস জানান, উল্লেখিত ব্যবসায়ীদের এসব অপরাধ না করার জন্য কেসিসির পক্ষ থেকে বিগত দিনে একাধিকবার তাগিদ দেয়া হয়। কিন্তু তারা কেসিসির নির্দেশনা আমলে না নিয়েই এসব বেআইনী কার্যক্রম পরিচালনা করে চলেছে। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই তাদের জরিমানা করা হয়েছে বলে এই কর্মকর্তা জানান। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button