দৌলতপুরে কেএমপির পুলিশ কমিশনারের আর্থিক অনুদান প্রদান

দৌলতপুরে অগ্নিকান্ডে নিঃস্ব পরিবার
স্টাফ রিপোর্টার ঃ দৌলতপুরের দত্তবাড়ী এলাকার বাদশা শিকদারের বাড়ির ভাড়াটিয়া মোঃ জাহাঙ্গীর হোসেন মৃধা (৬৫) এর বসত ঘরে গতকাল সকাল ৮ টায় আগুন লেগে যায়। তিনি একজন পেরালাইসেস রোগী ও পেশায় তিনি একজন ভিক্ষুক। ভিক্ষার কাজে বাড়ি থেকে বাহিরে যাওয়ার সময় তিনি মোবাইল ফোন চার্জে দিয়ে গিয়েছিলেন। মোবাইলের চার্জারের সর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয় বলে প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী সুত্রে জানা যায়। ভিক্ষুক জাহাঙ্গীর হোসেন মৃধা প্রতিবেশীরা তার বসত ঘরে আগুন দেখতে পান। আশপাশের লোকজন মিলে আগুন নিভিয়ে ফেলে। আগুনে ভিক্ষুকের ঘরের সকল মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এই সংবাদ কেএমপি পুলিশ কমিশনার মোজাম্মেল হক জানতে পেরে ভিক্ষুক জাহাঙ্গীর হোসেন মৃধার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেন। এ সময় কেএমপির পুলিশ কমিশনারের পক্ষ থেকে খাদ্য সামগ্রী, ১টি মোবাইল ফোন ও নগদ আর্থিক অনুদান প্রদান করেন। এ সময় কেএমপির ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর) অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত মোল্লা জাহাঙ্গীর হোসেন; অতি: উপ-পুলিশ কমিশনার (উত্তর) সোনালী সেন, সহকারী পুলিশ কমিশনার (দৌলতপুর জোন) মোঃ আবুল বাশার, দৌলতপুর থানার অফিসার ইনচার্জ প্রবীর কুমার বিশ্বাস, কেসিসির ৫নং ওয়ার্ড কাউন্সিলর শেখ মোহাম্মাদ আলী, ৫নং ওয়ার্ড আ’লীগের সাঃ সম্পাদক হারুন অর রশিদ, আ’লীগ নেতা ইমাম হোসেন রুবেল,নান্নু মোড়ল,সিরাজুল ইসলাম,মোঃ আলমগীর সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।