স্থানীয় সংবাদ

খুলনায় ৬শ’ টাকায় গরুর মাংস বিক্রি শুরু

শিববাড়ী মোড়ে দীর্ঘ লাইন # প্রতিদিন সকালেই সাধারন মানুষের জন্য উন্মুক্ত থাকবে, বিক্রি হবে মাংস

স্টাফ রিপোর্টার ঃ চলতি রমজান মাসে সরকারের বেঁধে দেওয়া ৬০০ টাকা কেজি দরে গরুর মাংস বিক্রয় করছে খুলনা ব্লাড ব্যাংক নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। প্রথম দিনেই গরুর মাংস কিনতে ক্রেতাদের দীর্ঘ লাইন দেখা গেছে। শুক্রবার সকাল ৮টায় মহানগরীর শিববাড়ি মোড়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। এসময় খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) কমিশনার মো. মোজাম্মেল হক উপস্থিত ছিলেন। খুলনা ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা সভাপতি মো. সালেহ উদ্দিন সবুজের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে সিটি মেয়র বলেন, গরুসহ খাসি ও মুরগির দাম এখন সাধারণের ক্রয় ক্ষমতার বাইরে। এ সময় ব্লাড ব্যাংকের এ উদ্যোগ সাধারণ মানুষকে গরুর মাংসের স্বাদ নিতে সহায়তা করবে। এ কার্যক্রমের সফলতা কামনা করি। খুলনা ব্লাড ব্যাংকের সভাপতি সবুজ বলেন, মানুষের পাশে থাকতেই ব্লাড ব্যাংকের জন্ম। বাজারে সিন্ডিকেটের মাধ্যমে গরুর মাংসের দাম এত বৃদ্ধি পেয়েছে যে তা সাধারণ মানুষের নাগালের বাইরে। দেশের বিভিন্ন স্থানে গরুর মাংসের দাম সাধারণের ক্রয় ক্ষমতার নাগালের মধ্যে রেখে বিক্রি করছেন অনেকে। তাই দেখে আমরাও খুলনাতে এ ধরনের উদ্যোগ নিয়েছি। মাহে রমজানের বাকি দিনগুলোতেও আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে। ব্যবসায়ীরা ইচ্ছা করলেই ৬০০ থেকে ৬৫০ টাকার মধ্যে গরুর মাংস বিক্রি করতে পারেন। এদিকে ৬০০ টাকা কেজি দরে গরুর মাংস কিনতে পেরে স্বল্প ও নি¤œ আয়ের মানুষদের স্বস্তি প্রকাশ করতে দেখা গেছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button