যোগিপোল ৮নং ওয়ার্ডবাসীর উদ্যোগে ইফতার
পবিত্র মাহে রমজান উপলক্ষে
খানজাহান আলী থানা প্রতিনিধিঃ পবিত্র মাহে রমজান উপলক্ষে যোগিপোল ৮নং ওয়ার্ডবাসীর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৪ মার্চ শনিবার আছরবাদ যোগিপোল ৮নং ওয়ার্ডের পশ্চিমপাড়ায় এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী শেখ জাকির হোসেন। মো. শাহাদাৎ আলী শেখের সভাপতিত্বে এবং হাবিবুর রহমান হাবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে ৩৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কাজী জাকারিয়া রিপন, খানজাহান আলী থানা যুবলীগের যুগ্ন আহবায়ক মিজানুর রহমান রুপম, অলিয়ার রহমান রাজু, ৩৩নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মো. জয়নাল শেখ, মো. আলামিন ফকির, শাহ মো. আমিরুল ফকির, জাহাঙ্গীর কবির খোকন, হাবিবুর রহমান, গোলাম মোস্তফা, বেগ খালিদ হোসেন, এ কে লাভলু, কমরুল ইসলাম, গোলাম কিবরিয়া, খান মিজানুর রহমান, কুয়েট কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক হাসিব সরদার, হাফিজুর রহমান, মুরাদ হোসেন, যুবলীগ নেতা ফোরকান আহমেদ, ইমরান হোসেনসহ এলাকার গন্যমান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মাওলানা হাবিবুর রহমান।