খুলনা হাজী কল্যাণ সোসাইটি’র উদ্যোগে ইফতার ও দোয়া

খবর বিজ্ঞপ্তি : খুলনা বয়রাস্থ হাজী কল্যাণ সোসাইটি’র উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল শনিবার সন্ধ্যায় বয়রা বায়তুন নাজাত জামে মসজিদে অনুষ্ঠিত হয়।
হাজী কল্যাণ সোসাইটি’র সভাপতি আলহাজ¦ মোঃ সাইদুর রহমান সাইদের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন ঢাকা হজ্জ এজেন্সি অব বাংলাদেশ (হাব) এর প্রতিনিধি আলহাজ¦ কাজী আবুল কালাম সামসুদ্দিন। এতে প্রধান অতিথি ছিলেন খুলনা নেছারিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ¦ মোঃ আবদুর রহমান। স্বাগত বক্তৃতা করেন হাজী কল্যাণ সোসাইটি’র সাধারণ সম্পাদক আলহাজ¦ মোঃ মনিরুজ্জামান। অনুষ্ঠানে আলহাজ¦ মোঃ মোশফেকুর রহমান, এ এস এম নুরুজ্জামান, দপ্তর সম্পাদক মোঃ আবু বকর সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল বাশার, মোঃ সালমান ফরাজী, এ্যাড. মোঃ আবুল কালাম, মোঃ ছিদ্দিকুর রহমান, বাবুল আক্তার, মোঃ মোশারফ হোসেন, কাজী নুরুল আমিন, হাফেজ মাওলানা মুফতি আবদুল মজিদ, মোঃ আবু সিদ্দিক, চাঁন মিয়া, ইসামিক ফাউন্ডেশনের সহকারী পরিচালক মোঃ রফিকুল ইসলাম প্রমুখ বক্তৃতা করেন। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন ইমাম আলহাজ¦ হাফেজ মোঃ হাসমত আলী। অতিথিরা বলেন, রমজান মুসলমানদের জন্য গুরুত্বপূর্ণ মাস। এ মাসে সকল অন্যায় কাজ থেকে মানুষকে বিরত রাখার শিক্ষা দেয়। রমজান সিয়াম সাধনার মাস, আত্মসুদ্ধির মাস। ইসলাম শান্তি, সাম্য, ভ্রাতৃত্ববোধ ও ন্যায়পরায়ণতার শিক্ষা দেয়। ইফতার পূর্বে বিশেষ মোনাজাতে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সুখ ও সমৃদ্ধি কামনা করা হয়।