জাতীয় কণ্যা শিশু অ্যাডভেকেসী ফোরাম খুলনার সভা

স্টাফ রিপোর্টার ঃ জাতীয় কণ্যা শিশু অ্যাডভেকেসী ফোরাম খুলনার উদ্যোগে রবিবার বিকেলে দি হাঙ্গার প্রজেক্ট খুলনার কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সুশাসনের জন্য নাগরিক সুজনের বিভাগীয় সমন্বয়কারী মাসুদুর রহমান রঞ্জু। বক্তৃতা করেন নারী নেত্রী এড. তছলিমা খাতুন ছন্দা, এড. আনোয়ারা মমতাজ আন্না, রসু আক্তার, প্রধান শিক্ষিকা শিরিনা আক্তার, প্রধান শিক্ষক শেখ রফিকুল ইসলাম, প্রধান শিক্ষক মাহাবুর রহমান, এড. আইয়ুব হোসেন, খলিলুর রহমান সুমন, রুবিনা আক্তার, শিক্ষক লিমা বিশ্বাস, রূপসী মন্ডল, কাজল রাণী রায়, মল্লিকা মল্লিক, সন্ধ্যা বিশ্বাস প্রমূখ। সভায় নারী ও কন্যাশিশুদের প্রতি নির্যাতন বন্ধে প্রয়োজন যৌন হয়রানী প্রতিরোধ ও সুরক্ষা আইন প্রণয়ন ও তা বাস্তবায়নের জোর দাবি জানানো হয়। সভায় জাতীয় কণ্যা শিশু অ্যাডভেকেসী ফোরাম খুলনার কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।