স্থানীয় সংবাদ

খুলনা মহানগর পর্যায়ে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা-২০২৪ অনুষ্ঠিত

খানজাহান আলী থানা প্রতিনিধি ঃ বিভাগীয় শহর খুলনা মহানগর স্কুল ও কলেজ পর্যায়ের বঙ্গবন্ধু সৃশনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। ২৭ মার্চ বুধবার খুলনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অডিটরিয়ামে এ প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠিত হয়। উদ্বোধন করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খুলনা অঞ্চল খুলনার উপপরিচালক খোনঃ রুহুল আমীন। অনষ্ঠানের সঞ্চালনায় ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খুলনা অঞ্চল খুলনার সহকারী পরিচালক মোঃ ইনামুল ইসলাম। উদ্বোধন অনুষ্ঠানে খুলনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) রেহেনা বেগম, থানা মাধ্যমিক শিক্ষা অফিসার রুমানাই ইয়াসমিন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খুলনা অঞ্চল খুলনার হিসাব রক্ষন কর্মকর্তা সেখ মোস্তাফিজুর রহমান, গভঃ ল্যাবরেটরি হাই স্কুলের সিনিয়র শিক্ষক প্রতিভা সাহা, অরবিন্দু হালদারসহ বিভিন্ন স্কুল কলেজের অংশগ্রহণকারী শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
বঙ্গবন্ধু সৃশনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা ২০১২ সালে শুরু হয়। ভাষা ও সাহিত্য, দৈনন্দিন বিজ্ঞান/বিজ্ঞান, গনিত ও কম্পিউটার, বাংলাদেশ স্টাডিজ ও মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশ স্টাডিজ ও মুক্তিযুদ্ধ(বিেেশষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য) মোট ৫টি বিষয়ের উপর এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। বিভাগীয় শহর পর্যায় স্কুল কলেজের শিক্ষার্থীদেরকে ‘‘ক’’ ‘‘খ’’ ‘‘গ’’ তিনটি গ্রুপে বিভক্ত করে এ প্রতিযোগিতা অংশ নিচ্ছে। ক গ্রুপে ৬ষ্ট থেকে ৮ম শ্রেনী, খ গ্রুপে ৯ ও দশম শ্রেনী এবং গ গ্রুপে একাদশ ও দ্বাদশ শ্রেনীর শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। এই প্রতিযোগিতায় বিভাগীয় শহর পর্যায়ে স্থান পাওয়া শিক্ষার্থীরা জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করবে।
বিভাগীয় শহর খুলনা মহানগর পর্যায়ের বঙ্গবন্ধু সৃশনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা-২৪’ প্রতিযোগিতা খুলনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। উদ্বোধনী পর্বের পরে সকাল সাড়ে ১০টায় মূলপর্ব শুরু হয় । দুপুর ২টায় বিভাগীয় শহর খুলনা মহানগর স্কুল ও কলেজ পর্যায়ের বঙ্গবন্ধু সৃশনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা-২০২৪’ এর সমাপনি ও পুরষ্কার বিতরনি অনুষ্ঠিত হয়। সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোরের চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ আহসান হাবীব। বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খুলনা অঞ্চল খুলনার পরিচালক প্রফেসর শেখ হারুনর রশীদ। সমাপনি অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খুলনা অঞ্চল খুলনার উপপরিচালক খোনঃ রুহুল আমীন। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খুলনা অঞ্চল খুলনার সহকারী পরিচালক মোঃ ইনামুল ইসলাম অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
খুলনা মহানগরের প্রায় ত্রিশটির অধিক স্কুল ও কলেজের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। খুলনা গভঃ ল্যাবরেটরি হাই স্কুল থেকে প্রতি বছরের ন্যায় এ বছর প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। দৈনন্দিন বিজ্ঞান/বিজ্ঞান বিষয়ে দশম শ্রেনীর মোঃ সাদিক হোসেন রাফি ও শরীফ আমীর হামজা, ভাষা ও সাহিত্যে নিঘাত সিরাজ ও সাবরিনা রহমান, গানিত ও কম্পিউটার বিষয়ে দানিয়েল আব্দুল্লাহ ও সাবরিনা রহমান, বাংলাদেশ স্টাডিজ ও মুক্তিযুদ্ধ বিষয়ের উপর সামিয়া ও সান্দ্রতা চৌধুরী অংশগ্রহণ করে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button