স্থানীয় সংবাদ

খুলনা মহানগর শ্রমিক লীগের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস পালন

খবর বিজ্ঞপ্তি ঃ
২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে খুলনা মহানগর শ্রমিক লীগের উদ্যোগে ২৬/০৩/২০২৪ইং তারিখ সকাল ১০.৩০ মিনিটে সংগঠনের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর পূর্বে খুলনা মহানগর শ্রমিক লীগের উদ্যোগে ভোর ৬.৩০ মিনিটে গল্লাামারী স্মৃতীসৌধে শ্রদ্ধা নিবেদন, সকাল ৭.০০ টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাক উত্তোলন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে মাল্যদান। এবং সকাল ৯.০০ টায় খুলনা মহানগর আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় অংশ গ্রহণ করা হয়।
সভায় সভাপতিত্ব করেন খুলনা মহানগর শ্রমিক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ মোতালেব মিয়া। সভা পরিচালনা করেন খুলনা মহানগর শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আঃ ওহাব। সভার শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধের সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়।
মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে নেতৃবৃন্দ বলেন, আজ ২৬ শে মার্চ ১৯৭১ সালের এই দিনের প্রথম প্রহরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সর্বশক্তি দিয়ে হানাদার বাহিনীকে প্রতিরোধ ও চূড়ান্ত বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ডাক দিয়ে ছিলেন। এরপর ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনাতা অর্জিত হয়। বঙ্গবন্ধুর যে স্বপ্ন নিয়ে বাংলাদেশ স্বাধীন করেছিলেন তারই সুযোগ্য কন্যা বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার সেই স্বপ্ন বাস্তবায়নে নিরলস চেষ্ঠা চালিয়ে যাচ্ছেন। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়নের যে গতি সৃষ্টি হয়েছে, তা অব্যাহত থাকলে বিশ^মানচিত্রে বাংলাদেশ অচিরেই একটি উন্নত ও সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করবে। তাই দেশের এই উন্নয়নের অগ্রগতি অব্যাহত রাখতে খুলনা মহানগর শ্রমিক লীগের সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে মাননীয় প্রধানমন্ত্রী দেশরতœ জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে, এটাই হোক স্বাধীনতা দিবসের শপথ। আলোচনা সভায় বক্তব্য রাখেন ও এই সকল কর্মসূচিতে উস্থিত ছিলেন, মল্লিক নওশের আলী, মোঃ আব্দুর রহিম খান, শরীফ মোত্তর্জা আলী, মোঃ শাহআলম শেখ, শেখ মোঃ রমজান, শেখ মইনুল ইসলাম মোহন, মোঃ মনিরুল ইসলাম, মোঃ আক্তার হোসেন, মোঃ শরিফুল, মোঃ নূর ইসলাম, মোঃ আজিম উদ্দিন, সঞ্জয় কর্মকার, মোঃ শাজাহান শিকদার, প্রশান্ত কুমার ঘোষ, তৈয়ব আলী হাওলাদার, আঃ হক, আঃ হাকিম, মোঃ মাহবুবুর রহমান, মোঃ সলেমান শেখ, মোঃ শহীদুল ইসলাম, আলী আজগর ডালিম, মোঃ খোকন, মোঃ বাদশা, আলমগীর মুন্সী, মোঃ সাজু শিকদার, মোঃ শাহীন প্রমুখ নেতৃবৃন্দ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button