ইসলামকে কটাক্ষকারী শিক্ষকের পদত্যাগ চেয়ে সুন্দরবন কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ

টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ
স্টাফ রিপোর্টার ঃ ইসলামবিরোধী মন্তব্য এবং ইসলামকে কটাক্ষ করার অভিযোগে এক শিক্ষকের বাসুদেব সাহা’র পদত্যাগ চেয়ে আন্দোলন করে খুলনার সরকারি সুন্দরবন আদর্শ কলেজের শিক্ষার্থীরা। বুধবার সকালে নগরীর খান জাহান আলী রোডের সুন্দরবন কলেজের সামনের অংশ আটকে দিয়ে টায়ার জ্বালিয়ে দেন কলেজের শিক্ষার্থীরা। অভিযুক্ত ওই শিক্ষকের বহিষ্কারের দাবিতে কলেজ গেট আটকে দেন শিক্ষার্থীরা। পরবর্তীতে ওই শিক্ষকের ছবিতে আগুন দিয়ে এবং টায়ার জ্বালিয়ে রাস্তা আটকে দেন শিক্ষার্থীরা। গতকাল সকাল থেকে ভর্তির জন্য কলেজে আসতে শুরু করে সম্মান নতুন বর্ষের শিক্ষার্থীরা। এই ঘটনায় দূর থেকে আসা শিক্ষার্থীরা ভোগান্তির শিকার হয়। অভিযুক্ত শিক্ষক বাসুদেব সাহা হলেন বাংলা বিভাগের অধ্যাপক । শিক্ষার্থীদের দাবি তিনি দীর্ঘদিন যাবত ইসলাম বিরোধী মন্তব্য করে আসছেন।
বেলা ১২ টার দিকে কলেজ প্রশাসন ওই শিক্ষকের বিরুদ্ধে পদক্ষেপ নিতে রাজি হয়। অধ্যক্ষ মাসুদা সুলতানা আন্দোলনরত শিক্ষার্থীদের আশ্বাস দেন ওই শিক্ষকের বিরুদ্ধে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর ৪ বা ৫ কর্মদিবসের মধ্যে ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নিবে । এরপর শিক্ষার্থীরা আন্দোলন বন্ধ করলে ভর্তি কার্যক্রম পুনরায় শুরু হয়।