স্থানীয় সংবাদ

কেসিসির উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

খবর বিজ্ঞপ্তি : যথাযোগ্য মর্যাদায় খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৪ পালিত হয়েছে।
দিবসের প্রত্যুষে সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক মেয়র প্যানেলের সদস্য, কাউন্সিলর, সংরক্ষিত আসনের কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীদের সাথে নিয়ে গল্লামারী স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পরে সকাল পৌনে ৮টায় তিনি নগর ভবনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। দিবসটি পালন উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে নগর ভবন, মেয়র ভবন, খালিশপুর শাখা অফিস, নগর স্বাস্থ্য ভবনসহ কেসিসি পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠান সমূহে জাতীয় পতাকা উত্তোলন ও কাগজের পতাকা দ্বারা সজ্জিতকরণ এবং নগরীর প্রবেশদ্বার, খালিশপুর শাখা অফিস, মুক্তিযোদ্ধা ভাস্কর্য্য, শহিদ হাদিস পার্ক ও নগর ভবনে আলোক সজ্জিত করা হয়। এছাড়া সকাল ৮ টা থেকে রাত ৮ টা পর্যন্ত নগরীর ওয়ান্ডার ল্যান্ড শিশু পার্ক ও লিনিয়ার পার্কে শিশুদের বিনামূল্যে প্রবেশের ব্যবস্থা রাখা হয়।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button