স্থানীয় সংবাদ

বাগেরহাটে ভুয়া চিকিৎসকের কারাদ- ও জরিমানা

বাগেরহাট প্রতিনিধি ঃ বাগেরহাটে শফিকুল আজম খান নামে এক ভুয়া চিকিৎসকের তিন মাসের কারাদ- ও এক লাখ জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার বিকেলে শহরের শিশু হাসপাতালের বিপরীত পাশে সেবা প্যাথলজি অ্যান্ড কনসালটেশন নামে এক প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে এই দ-াদেশ দেন জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার সিফাত মো. ইসতিয়াক ভুঁইয়া। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময়, সিভিল সার্জনের কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. শেখ রিয়াদুজ জামানসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। দ-াদেশ প্রাপ্ত শফিকুল আজম খান সেবা প্যাথলজি অ্যান্ড কনসালটেশন সেন্টারের নির্বাহী পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন। ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার সিফাত মো. ইসতিয়াক ভুঁইয়া বলেন, শফিকুল আজম খান দীর্ঘদিন ধরে নিজেকে বিশেষজ্ঞ চিকিৎসক পরিচয়ে রোগীদের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। তিনি চিকিৎসক না হওয়া সত্ত্বেও মানুষকে চিকিৎসা দিতেন যা প্রতারণার শামিল। এই অপরাধে বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন ২০১০ অনুযায়ী তাকে এক লাখ টাকা জরিমানা ও তিন মাসের কারাদ-াদেশ দেওয়া হয়েছে। তবে তার প্যাথলজির প্রয়োজনীয় অনুমোদন রয়েছে বলে জানান এই নির্বাহী ম্যাজিস্ট্রেট।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button