স্থানীয় সংবাদ
খালিশপুর দারুল কুরআন দাখিল মাদ্রাসায় স্বাধীনতা দিবস পালন
খবর বিজ্ঞপ্তিঃ খুলনা সিটি কর্পোরেশন পরিচালিত খালিশপুরস্থ দারুল কুরআন দাখিল মাদ্রাসায় ২৬ মার্চ সকাল ১১টায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মাদ্রসার ভারপ্রাপ্ত সুপার আশেক পারেজ শিল্পীর সভাপতিত্বে আলোচনা সভা, পুরষ্কার বিতরন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অতিথি ছিলেন কার্য নির্বাহী কমিটির অন্যতম সদস্য আলহাজ্ব মোঃ আব্দুস সালাম। আরো উপস্থিত ছিলেন শিক্ষক শামীমা সুলতানা, রোকেয়া বেগম, হাসিনা পারভীন, শারমিন সুলতানা, রেহানা পারভীন, নাজমা আক্তার ইতি, অলিজা খানম, মহসিন উদ্দিন, আল-মামুন, শাহিনুর মোল্লা, মাওঃ আশরাফুল ইসলাম, মাওঃ আব্দুল্লাহ আল মামুন, মোঃ সিফাতুল্লাহ ও মামুন হোসেন প্রমূখ। আলোচনা ও দোয়া মাহফিল শেষে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরষ্কার বিতরন করা হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন মাদ্রাসার শিক্ষক মোঃ মাহফুজুর রহমান।