স্থানীয় সংবাদ

খুলনা জেলা আইনজীবী সমিতি ভবনে বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি : ২৮ মার্চ দুপুর ১২টায় সমিতির বঙ্গবন্ধু ভবনের ১নং হল রুমে বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন খুলনা জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড: মো: সাইফুল ইসলাম এবং সঞ্চালনা করেন সমিতির সাধারন সম্পাদক এ্যাড: এস এম তারিক মাহমুদ তারা এবং যুগ্ম-সম্পাদক এ্যাড: তমাল কান্তি ঘোষ। সভায় ব্যাপক উপস্থিতির মধ্য দিয়ে আলোচ্য বিষয় নিয়ে ব্যাপক আলোচনা করা হয়। আলোচনা শেষে সভায় সর্ব সম্মতিতে ২য় এজেন্ডা বিশেষ কল্যান তহবিল বন্ধ করে জমাকৃত টাকার ১.৫ গুন টাকা আগামী ৩১/০৩/২০২৪ ইং তারিখ থেকে প্রদান করার সিদ্ধান্ত হয়, ৩য় এজেন্ডা আগামী বৎসর থেকে অর্থাৎ ২০২৫ সাল থেকে সনদ নবায়নের সময় প্রত্যেকে ৩,০০০/= টাকা করে সমিতির সনদ নবায়নের ক্ষেত্রে কম প্রদান করার সিদ্ধান্ত হয়, ৪র্থ এজেন্ডা সমিতির আত্মসাৎকৃত টাকা প্রদান করার জন্য আত্মসাৎকৃত ব্যাক্তিদের পত্র প্রদান এবং আগামী ৩০ শে এপ্রিল পর্যন্ত টাকা পরিশোধের সিদ্ধান্ত হয়,৫ম এজেন্ডা আইনজীবীদের দরখাস্তের প্রেক্ষিতে সদস্য নবায়নের মেয়াদ আগামী ১৫ই এপ্রিল পর্যন্ত বৃদ্ধি করার সর্বসম্মতিতে সিদ্ধান্ত গৃহিত হয়।
উক্ত বিশেষ সাধারণ সভায় বক্তব্য প্রদান ও উপস্থিত ছিলেন এ্যাড: কাজী বাদশা মিয়া, এ্যাড: মো: মাসুম, এ্যাড: আ.ব.ম. নূরুল আলম, এ্যাড: নিরঞ্জন কুমার ঘোষ, এ্যাড:আব্দুল লতিফ, এ্যাড: কে,এম ইকবাল হোসেন, এ্যাড:ইয়াসমিন আরা, এ্যাড: অলোকানন্দা দাস, এ্যাড:আনোয়ারা মমতাজ আন্না, এ্যাড: শিকদার হাবিব, এ্যাড: বাসক কুমার হুই, এ্যাড: এম এম সাজ্জাদ আলী, এ্যাড: আরিফ মাহমুদ লিটন, এ্যাড: সমর চন্দ্র মন্ডল, এ্যা: আহাদুজ্জামান, এ্যাড: নাজমুল, এ্যাড: মোহাম্মদ আলী, এ্যাড: কৃষ্ণ কুমার দত্ত, এ্যাড:নবকুমার চক্রবর্তী, এ্যাড:শামীম মোশারফ, এ্যাড: মোল্লা আবেদ হোসেন, এ্যাড:জহিরুল ইসলাম পলাশ, এ্যাড:হিমাংশু চক্রবর্তী, এ্যাড:সেখ আশরাফ আলী পাপ্পু, এ্যাড:সমর চন্দ্র মন্ডল, এ্যাড: সেলিনা আক্তার পিয়া, এ্যাড রেহেনা চৌধুরী, এ্যাড: রোজী, এ্যাড:আক্তারুন্নেছা তিতাস, এ্যাড:মোসা: শাম্মি আক্তার, এ্যাড:নওশীন রহমান বর্ষা, এ্যাড:পলাশী মজুমদার, এ্যাড রোমেনা তানহা, এ্যাড:শিউলি সেরনিয়াবাদ, এ্যাড রেবা সুলতানা, এ্যাড রোজানা পারভীন, এ্যাড সেলিনা খানম, এ্যাড:আসিফ নাঈম, এ্যাড:জিহাদুল ইসলাম, এ্যাড:মেহেদী হাসান, এ্যাড:সজিব বৈরাগী, এ্যাড:করিম, এ্যাড:মল্লিক আল হেলাল, এ্যাড:আব্দুল জলিল, এ্যাড:মতিয়ার রহমান, এ্যাড খোরশেদ আলম, এ্যাড:আব্দুল কুদ্দুস, এ্যাড:রথীন্দ্র নাথ সরদার, এ্যাড:অশোক গোলদার, এ্যাড শেখর ঢালী, এ্যাড:শিলা মনি, এ্যাড সেলিনা আক্তার , এ্যাড:লিপি চৌধুরী, এ্যাড:ফাল্গুনী ইয়াসমিন মিতা, এ্যাড:ফারহানা সুমী, এ্যাড:শিপ্রা বিশ্বাস, এ্যাড:আরজিনা সাথী, এ্যাড:কনিকা বিশ্বাস, এ্যাড:ইলিয়াস খান, এ্যাড:আহাদুজ্জামান, এ্যাড:দীপ্তি রানী কুন্ডু সহ কার্যনির্বাহী পরিষদের সদস্যবৃন্দ এ্যাড: কে,এম মিজানুর রহমান, এ্যাড: শিরিন আক্তার পপি, এ্যাড: কাজী সাইফুল ইমরান, এ্যাড: মো: আসাদুজ্জামান গাজী মিল্টন, এ্যাড: ওমর ফারুক রনি, এ্যাড: সরদার আশরাফুর রহমান দিপু, এ্যাড: এস,এম আব্দুস সাত্তার, এ্যাড: প্রজেশ রায়, এ্যাড: মো: মনিনুর ইসলাম মনির,্ এ্যাড: সাবিরা সুলতানা হ্যাপি, এ্যাড: খাদিজা আক্তার টুলু সহ আরো অনেকে।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button