পাল্টেগেল সেনেরবাজার-তেরখাদা ২৩ কিলোমিটার মহাসড়কের দৃশ্যপট

মোঃ বেনজীর হোসেন, রূপসা প্রতিনিধি ঃ কথা রাখলেন সালাম মূর্শেদী পাল্টেগেল সেনেরবাজার- তেরখাদা ২৩ কিলোমিটার মহাসড়কের দৃশ্যপট। তার প্রতিশ্রুতি অনুযায়ী রূপসায় ২৮ কোটি টাকা নির্মাণ ব্যয়ে উন্নয়ন হয়েছে ২৩ কিলোমিটার মহাসড়ক। পাল্টে গেছে উপজেলার বাসিন্দাদের জীবনমান। বিশেষ করে যোগাযোগব্যবস্থায় অভূতপূর্ব পরিবর্তন এসেছে। ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স কোহিনূর এন্টারপ্রাইজের দেওয়া তথ্য সুত্রে জানাযায় উপজেলার সেনের বাজার ঘাট হতে তেরখাদা উপজেলা পর্যন্ত ২৩ কিলোমিটার গ্রামিন সড়কের সংস্কার করে মহাসড়কে রুপান্তরিত করা হয়েছে, যাতে ব্যয় হয়েছে ২৮ কোটি টাকা। সেনেরবাজার থেকে তেরখাদা সড়কের উন্নয়ন কাজ শেষ পর্যায়। সড়কে খানাখন্দে প্রতিনিয়ত ছোট-বড় দুর্ঘটনা ঘটেই যাচ্ছিল। যাতায়াতে সৃষ্টি হয়েছিল কচ্ছপের গতি। যার ফলে প্রায়ই এখানকার গুরুত্বপূর্ণ জায়গায় লেগে থাকতো ছোট-বড় জ্যাম। যাত্রীদের পড়তে হতো দীর্ঘ সময়ের ভোগান্তিতে। এ ছাড়াও বিভিন্ন সময় যাত্রীবাহী তিন চাকার যান উল্টে যাওয়া, মালবাহী ট্রাক খাদে পড়ে যাওয়া, সৃষ্ট গর্তে পড়ে মোটরসাইকেল দুর্ঘটনাসহ নানা দুর্ঘটনার কবলে পড়তো যাত্রীরা। অবশেষে যাত্রী দুর্ভোগ কমাতে উদ্যোগ নেয় খুলনার গণমানুষের প্রিয় নেতা আব্দুস সালাম মূর্শেদী। তার হাতের ছোঁয়ায় পাল্টেগেল সেনেরবাজার থেকে তেরখাদা সড়কের দৃশ্য পট। রূপসার সেনেরবাজার থেকে তেরখাদা সড়কের এক কিলোমিটার আরসিসি ঢালাই ও ২৩ কিলোমিটার সড়ক কার্পেটিংসহ রাস্তার দু’পাশ প্রশস্তকরণ কাজ শেষের পথে। সড়ক ও জনপথ অধিদপ্তরের খুলনা সড়ক বিভাগের আওতায় ২৮ কোটি টাকা ব্যায়ে এই নির্মাণ কাজ করছেন ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স কোহিনুর এন্টারপ্রাইজ। এতে পাল্টে যাবে গ্রামীন জনপদের জীবনমান। স্বস্তি ফিরবে ওই রুটে চলাচলকারী হাজার হাজার মানুষের। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় নির্মাণ কাজ পরিদর্শন করেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী। এলাকাবাসী সূত্রে জানা গেছে, খুলনা সড়ক বিভাগের আওতাধীন পিএমপি (সড়ক-মেজর) এর আওতায় শ্রীফলতলা-সেনের বাজার (জেড-৭০৪২) এবং খুলনা (রূপসা) শ্রীফলতলা-তেরখাদা (জেড-৭০৪১) জেলা মহাসড়কে রিজিড পেভমেন্ট, প্রশস্তকরণ, মজবুতীকরণ ও সার্ভেসিং কাজের উদ্বোধন করেছিলেন এমপি আব্দুস সালাম মূর্শেদী। নির্মাণ কাজ চলাকালে গুনগতমান বজায় রেখে স্বচ্ছতার সাথে কাজ করার জন্য তিনি প্রায়ই নির্দেশনা দিতেন সড়ক বিভাগসহ সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে। তবে সড়কের ২৩ কিলোমিটার কার্পেটিং শেষ হলেও কাজের শেষের দিকে সেনেরবাজার ফেরীঘাট থেকে এক কিলোমিটার সড়ক আরসিসি ঢালাইসহ দু’পাশে প্রশস্তকরণ কাজে বাধা হয়ে দাঁড়ায় বাজারের ব্যবসা প্রতিষ্ঠানগুলি। ঠিকাদারি প্রতিষ্ঠান বার বার তাগাদা দিলেও ব্যবসায়ীরা রাস্তার সীমানা থেকে তাদের ব্যবসা প্রতিষ্ঠান সরিয়ে নিচ্ছিলো না। তবে এমপি আব্দুস সালাম মূর্শেদী নির্মাণ কাজ পরিদর্শন শেষে ব্যবসায়ীদের সাথে আলাপ আলোচনা করে সমাধান করেন। ঈদের আগেই সড়কটি খুলে দেওয়া হবে। সড়কটির উন্নয়ন কাজ হওয়ায় একদিকে সড়ক দুর্ঘটনা হ্রাস পাবে অপরদিকে যাতায়াতকারীদের সময়ও বাঁচবে। যানবাহন চলাচলে যাত্রীরা পাবে স্বাচ্ছন্দ। ২০১৮-১৯ অর্থবছরে সেনের বাজার – তেরখাদা আঞ্চলিক মহাসড়কটি প্রশস্ত ও কার্পেটিং করার জন্য একটি প্রকল্প শুরু করে খুলনা সড়ক ও জনপথ বিভাগ। প্রসেসিং শেষ করে ২০২৩ সালের ১০ আগস্ট সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করেন খুলনা – ৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী। নির্মাণ কাজের ব্যাপারে রূপসা উপজেলার আইচগাতী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আনিছুর রহমান মিঠু বলেন, এমপি আব্দুস সালাম মূর্শেদীর প্রচেষ্টায় ২৮ কোটি টাকা ব্যয়ে সেনেরবাজার থেকে তেরখাদা পর্যন্ত ২৩ কিলোমিটার রাস্তা রিজিড পেভমেন্ট, প্রশস্থকরণ, মজবুতীকরণ ও সার্ভেসিং করা হয়েছে। এতে যোগাযোগ ব্যবস্থা আরো উন্নত ও সহজতর হবে। সেইসাথে কমবে যাত্রীদের ভোগান্তি। ওই এলাকার বাসিন্দা ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক নেতা মোঃ মোতালেব হোসেন বলেন, সেনেরবাজার থেকে তেরখাদা পর্যন্ত সড়ক উন্নয়নের ফলে বদলে যাবে এ অঞ্চলের মানুষের জীবনমান। এছাড়া তেরখাদা হয়ে নড়াইল, কালিয়া ও গোপালগঞ্জসহ ঢাকার সাথে যোগাযোগ অনেকটা সহজ হবে। সড়কে যাতায়াতকারী চালকেরা বলছেন, সেনের বাজার – তেরখাদা এই আঞ্চলিক সড়কটি একটি গুরুত্বপূর্ণ সড়ক। এছাড়া খুলনা হতে রাজধানি শহর ঢাকা পর্যন্ত ছোট বড় সকল বাজারের ব্যবসায়ীদের বাণিজ্যিক কর্মকান্ড এ সড়ক দিয়েই চলবে। সেনেরবাজার থেকে তেরখাদা পর্যন্ত সড়ক উন্নয়নের ফলে বদলে যাবে এ অঞ্চলের মানুষের জীবনমান। এছাড়া তেরখাদা হয়ে নড়াইল, কালিয়া ও গোপালগঞ্জসহ ঢাকার সাথে যোগাযোগ অনেকটা সহজ হবে। খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন গ্রাম হবে শহর। সেই স্বপ্ন বাস্তবায়ন করতে হলে গ্রামীন সড়ক ব্যবস্থার উন্নয়ন আগে প্রয়োজন। যে কারণে দেশের অন্যান্য স্থানের মত আমার নির্বাচনী এলাকা খুলনা-৪ আসনের রূপসা তেরখাদা ও দিঘলিয়া উপজেলা এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন অব্যাহত রয়েছে। তারই ধারাবাহিকতায় এবং নির্বাচনী প্রতিশ্রুতি মোতাবেক সেনেরবাজার থেকে তেরখাদা পর্যন্ত ২৩ কিলোমিটার সড়ক রিজিড পেভমেন্ট, প্রশস্থ ও মজবুতীকরণ এবং সার্ভেসিং করা হয়েছে। তিনি বলেন এসব উন্নয়ন সম্ভব হচ্ছে জাতির জনক বঙ্গবন্ধু কণ্যা প্রধানমন্ত্রী শেথ হাসিনা রাস্ট্র ক্ষমতায় আছেন বলেই। তিনি শুধু উন্নয়নের স্বপ্নই দেখেন না, দেশকে নিয়ে যাচ্ছেন উন্নয়নের স্বর্ণ শিখরে। পথে এগিয়ে নেওয়ার জন্য প্রাণপন চেষ্টা চালিয়ে যাচ্ছেন।