স্থানীয় সংবাদ

খুলনায় সুলভ মূল্যে দুধ ও ডিম বিক্রি কর্মসূচির উদ্বোধন

স্টাফ রিপোর্টারঃ খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সঠিক দিক নির্দেশনায় দেশের কৃষি ও প্রাণিজ সম্পদের অনেক উন্নতি সাধিত হয়েছে। কৃষিপণ্যের মূল্য এখন নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে উল্লেখ করে তিনি বলেন, কৃষি পণ্যের পাশাপাশি ডিম, দুধসহ বিভিন্ন পুষ্টিকর খাদ্য সর্বসাধারণের নিকট পৌঁছে দিতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। উৎপাদনকারী ও ব্যবসায়ীরা যদি স্বল্প মুনাফায় ব্যবসা করে তাহলে বাজারে কৃত্রিম সংকট সৃস্টির সুযোগ থাকেনা বলে তিনি মন্তব্য করেন। সিটি মেয়র বৃহস্পতিবার বেলা ১১টায় পবিত্র রমজান উপলে সুলভ মূল্যে দুধ ও ডিম বিক্রয় কর্মসূচির উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। জেলা প্রাণিসম্পদ অধিদপ্তর শেরে বাংলা রোডস্থ নিজস্ব কার্যালয়ে এ কর্মসূচি শুরু করেছে। সিটি মেয়র অনুষ্ঠানে ফিতা কেটে এ কর্মসূচির উদ্বোধন করেন। খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পুলক কুমার মন্ডলের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন কেএমপি কমিশনার মোঃ মোজাম্মেল হক ও প্রাণিসম্পদ দপ্তর-খুলনার বিভাগীয় পরিচালক মোঃ লুৎফর রহমান। স্বাগত বক্তৃতা করেন জেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মোঃ শরিফুল ইসলাম। অন্যান্যের মধ্যে বাংলাদেশ পোল্ট্রি ফিস ফিড শিল্প মালিক সমিতির খুলনা বিভাগীয় মাহসচিব এমএম সোহরাব হোসেন, কেসিসি’র ভেটেরিনারী অফিসার ড. পেরু গোপাল বিশ্বাস, শিক্ষা ও সাংস্কৃতিক অফিসার এসকেএম তাছাদুজ্জামান, বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের ডেপুটি ডাইরেক্টর ড. এবিএম জাকির হোসেনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও নগরীর গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button