স্থানীয় সংবাদ

৬নং যোগীপোল ইউনিয়ন পুলিশের পরিচয়ে ডাকাতি

স্টাফ রিপোর্টার ঃ দিঘলিয়া খানজাহান আলী থানাধীন ৬ নং যোগীপোল ইউনিয়ন ৮নং ওয়ার্ড ভাঙ্গা মসজিদ টাওয়ারের পাশে ইউসুফ আলীর ছেলে মিজানুর রহমান মিন্টুর বাড়িতে গতকাল রাত দেড় টা থেকে ২টা ২০ মিনিট পর্যন্ত পুলিশ পরিচয় দিয়ে ডাকাতি করেন দূর্বৃত্তরা। এ ব্যাপারে মিজানুর রহমান মিন্টু বলেন, আমি রমজান মাসে সারাদিন ভ্যান চালিয়ে আনুমানিক রাত ১২ টার দিকে বাসায় আসি। বাসায় এসে খাওয়া দাওয়ার পর আমি ও আমার স্ত্রী ঘুমাতে যাই, হালকা ঘুম ঘুম আসলে ৪/৫ জন লোক আমাকে ডাক দেয় মিন্টু বাড়িতে আছিস , আমরা পুলিশের লোক তখন আমি দরজা খুলে দেখতে পাই কালো পোষাকে ৪/৫ জন লোক দাড়িয়ে আছে। দরজা খোলার সঙ্গে সঙ্গে তারা আমার ঘরের ভিতর প্রবেশ করে। সবার হাতে দেশীয় অস্ত্র বের করে আমার স্ত্রী ও মেয়ের গলায় চাপাটি ধরে বলে যদি শব্দ করিস তাহলে এখানে জবাই দিয়ে দিব। তাদের কাছে জিজ্ঞাস করলে স্যার আমার অপরাধ কি? তুই নাকি চোরাই মালামাল ক্রয় করিস বের কর কোথায় আছে, তা না হলে জবাই দিয়ে দিব তোকে। অনেক খোজাখুজি করেও কিছু না পেয়ে আমাকে ওরা মারপিত করে। আমার স্ত্রী কানের স্বর্নের দুল কান থেকে খুলে নিয়ে যায়, নগত ১০,০০০/= টাকা ও আমার ব্যাটারি চালিত ভ্যান এবং দুটি স্মার্ট ফোন নিয়ে যায়। ঘটনার ১ ঘন্টা পর স্মার্ট ফোন দুটি ফেরত দিয়ে যায় আর বলে এ ব্যাপারে যদি কাউকে বলিস তাহলে তোর পরিবার সহ শেষ করে ফেলব। এ ব্যাপারে ভুক্তভুগি খানজাহান আলী থানায় অভিযোগ করবে বলে জানিয়েছেন।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button