বাংলাদেশ প্রবীণ নাগরিক পর্ষদের আলোচনা ও ইফতার

খবর বিজ্ঞপ্তি : বাংলাদেশ প্রবীণ নাগরিক পর্ষদের উদ্যোগে ‘বরকতময় রমযানে সাম্যের শিক্ষা’ শীর্ষক এক আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল অদ্য ৩০-০৩-২৪ তারিখ শনিবার খুলনা মহানগরীর কাইফেং চাইনিজ রেস্তোঁরার মিলনায়তনে অনুুষ্ঠিত হয়। সংগঠনের প্রধান উদ্যোক্তা ও সভাপতি, সাবেক যুগ্ম সচিব বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কামরুল হক নাসিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সরকারি বি এল কলেজের সাবেক উপাধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা প্রফেসর শিকদার মনিরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন খুলনা চেম্বার অব কমার্সের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী জালাল উদ্দিন ও পদকপ্রাপ্ত শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী মাসুদ মাহমুদ। প্রধান আলোচক ছিলেন সাবেক পুলিশ সুপার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ নুরুল ইসলাম। ইফতারপূর্ব দোয়া পরিচালনা করেন খুলনা আলিয়া মাদ্রাসার প্রধান মোহাদ্দিস আলহাজ্ব অধ্যাপক মোঃ শমসের আলী শেখ। সংগঠনের নেতা আলহাজ্ব রোটারিয়ান ইঞ্জিনিয়ার রুহুল আমিন হাওলাদারের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে আলোচনা করেন ও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা কাজী মতিয়ার রহমান, ডাঃ মোঃ বোরহান উদ্দিন, আলহাজ্ব এ্যাড. শামীম মোশাররফ, মোঃ আইয়ুব আলী মোল্লা, আলহাজ্ব ইঞ্জিঃ আব্দুর রাজ্জাক, সাংবাদিক নেতা মহেন্দ্র নাথ সেন, আলহাজ্ব ইঞ্জিঃ কাজী এনায়েত হোসেন, এ্যাড. আনোয়ারা খাতুন, রোটারিয়ান বিধান চন্দ্র রায়, শেখ মোঃ হান্নান প্রমুখ। বক্তারা ‘প্রবীণের যুক্তি Ñ নবীনের শক্তি Ñ প্রজন্মের মুক্তি’ স্লোগানে ‘প্রবীণ বান্ধব কর্মধারা’ পরিচালন এবং প্রবীণদের জীবন দর্শন ও দিকদর্শনের আলোকে প্রজন্মের সন্তানদের নৈতিক ও মানবিক উজ্জীবনের ধারায়Ñ নৈতিক অবক্ষয় ও মানবিক অধঃপাত থেকে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের মুক্তি সাধনের প্রত্যয়েÑ ‘পবিত্র রমযানে সাম্যের শিক্ষা’ জীবনের সর্বত্র লালনের গুরুত্বারোপ করেন।