খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির ইফতার ৩ এপ্রিল
খবর বিজ্ঞপ্তি ঃ খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির ইফতার মাহফিল আগামী ৩ এপ্রিল বুধবার খুলনা প্রেসক্লাবের আলহাজ্ব লিয়াকত আলী মিলনায়তনে অনুষ্ঠিত হবে। শনিবার দুপুরে প্রেসক্লাবস্থ সংগঠন কার্যালয়ে অনুষ্ঠিত এক সাধারণ সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়া সভায় বিগত সময়ে নির্বাহী পরিষদে নেয়া সিদ্ধান্ত মোতাবেক দেশি-বিদেশি বিভিন্ন টেলিভিশনের খুলনায় কর্মরত প্রতিনিধিদের মধ্য থেকে ১০জনকে সদস্য পদ প্রদানের বিষয়টিও অনুমোদন দেয়া হয়। সভায় দ্বিবার্ষিক মেয়াদী খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির আসন্ন নির্বাচনের বিষয়টি আলোচনার পাশাপাশি সংগঠন বিরোধী কর্মকান্ডের জন্য কতিপয় সদস্যের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়। সভায় বিগত সভার রেজুলেশন পাঠ ও অনুমোদন, সাংগঠনিক কর্মকান্ড বৃদ্ধি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের বহুমুখী উন্নয়ন কর্মকান্ডের ইতিবাচক প্রচার, মুক্তিযুদ্ধ ভিত্তিক সেমিনার আয়োজন, বীর মুক্তিযোদ্ধাসহ সুশীল সমাজের প্রতিনিধিদের সংবর্ধনা প্রদান, টেলিভিশনে কর্মরত সাংবাদিকদের কল্যাণে তহবিল গঠন, সাংবাদিকতায় অপেক্ষাকৃত নবীন সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণের আয়োজন করার সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মলি¬ক সুধাংশু। সাধারণ সম্পাদক মোঃ তরিকুল ইসলামের সঞ্চালনায় সংগঠনের সিনিয়র ও নবীন সদস্যদের মধ্যে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, চ্যানেল ২৪ এর মামুন রেজা, এনটিভি’র আবু তৈয়ব, তারা টিভি’র ফারুক আহমেদ, ইনডিপেনডেন্ট টেলিভিশনের এএইচএম শামিমুজ্জামান, যমুনা টেলিভিশনের প্রবীর বিশ্বাস, বাংলা ভিশনের আতিয়ার পারভেজ, দীপ্ত টেলিভিশনের ইয়াসিন আরাফাত রুমি, এটিএন নিউজের পলাশ ঢালীসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ গুরুত্বপূর্ণ মতামত ব্যক্ত করেন। এর আগে সভার শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের শহীদ সদস্য ও মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির নতুন সদস্য পদ প্রাপ্ত বিভিন্ন টেলিভিশনের প্রতিনিধিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।।