কয়রার কাশিয়াবাদ স্টেশনে মধু আহরনের কার্যক্রম উদ্বোধন
কয়রা (খুলনা) প্রতিনিধি ঃ সুন্দরবন খুলনা রেঞ্জের অধিনস্থ কাশিয়াবাদ ফরেষ্ট স্টেশনে চলতি বছরের মধু আহরনের কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল ১০ টায় স্টেশন চত্বরে এই কার্যক্রম উদ্বোধন করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা নির্মল কুমার মন্ডল বলেন, সোমবার (১ এপ্রিল) থেকে সুন্দরবনে মধু আহরন মৌসুম শুরু হয়েছে। এ বছর মৌয়ালদের সঠিক পদ্ধতিতে মধু আহরনের কলাকৌশল সম্পর্কে অবহিত করা হয়েছে। এ লক্ষ্য কাশিয়াবাদ স্টেশনের উদ্যোগে এক সচেতনতামুলক সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা নির্মল কুমার মন্ডল, প্যানেল চেয়ারম্যান এস এম লুৎফর রহমান, ইউপি সদস্য আবু সাইদ মোল্যা, মাসুম বিল্লাহ মিন্টু, ব্যবসায়ী কামরুল ইসলাম, সাহেব আলী, মৌয়ালী সদর উদ্দিন সানা, রিয়াছাদ আলী প্রমুখ। আলোচনা শেষে দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন হাফেজ ফজলুল হক।