স্থানীয় সংবাদ

খালিশপুরে জামিনে থাকা আসামিদের হুমকিতে ভীত ভুক্তভোগী পরিবার

স্টাফ রিপোর্টার ঃ নগরীর খালিশপুর পেটকা বাজার এলাকায় মারপিটে অন্তঃসত্তা নারী তানজিলার গর্ভপাতের ঘটনায় জামিনে মুক্তি পেয়ে ফের হুমকি দিচ্ছে আসামিরা। যেকারনে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান ভুক্তভোগী তানজিলা তার স্বামী নাজমুল ও ছোট্ট ২ শিশু সন্তান। জানা গেছে, গত ১৩ ফেব্রুয়ারি তানজিলা সহ আসামিরা একসাথে বনভোজনের আয়োজন করে। সে সময় থালা বাসন এলোমেলো করাকে কেন্দ্র করে হাতাহাতির এক পর্যায়ে মারপিটের ঘটনা ঘটে। ঐ সময়ে ৩ মাসের অন্তঃসত্ত্বা তানজিলার গর্ভের সন্তান নষ্ট হয়। পরবর্তীতে তানজিলাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এরই ধারাবাহিকতায় গত ২৪ ফেব্রুয়ারি ৯ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন ভুক্তভোগী তানজিলা। এদিকে মামলার এজাহার ভুক্ত আসামিদের মধ্যে কয়েকজন আসামিরা গত ২২ মার্চ দেশীয় অস্ত্র নিয়ে তানজিলার বাড়িতে এসে অকথ্য ভাষায় গালিগালাজ ও মামলা তুলে না নিলে স্বামী সন্তান সহ প্রাণ নাশের হুমকি দিয়ে দ্রুত চলে যায় এবং উল্টো তানজিলার স্বামী নাজমুল সহ একই সাথে কাজ করা ও পাশাপাশি বসবাসকারী রসুল (৩০) ও সুজন (২৫) কে ফাঁসাতে খালিশপুর থানায় ষড়যন্ত্র মুলক একটি ভিত্তিহীন অভিযোগ করেছে জামিনে থাকা আসামি কবির খলিফা। এদিকে অন্য আসামি পিংকি (১৯) কে মিথ্যা মারপিটের অজুহাতে খালিশপুর থানায় একটি এজাহার দায়ের করেছে যা এখনো তদন্তনাধীন পর্যায়ে রয়েছে বলে জানা গেছে। তদন্তনাধীন ঐ এজাহারে উল্লেখ করা হয়েছে,গত ২৫ মার্চ ইফতারের পর মায়ের বাসায় যাওয়ার সময় তানজিলার স্বামী নাজমুল সহ অন্যরা পিংকিকে মারধর করে। এ ঘটনায় পিংকি অন্তঃসত্তা হওয়ায় খুলনা মেডিকেলে ভর্তি হয় এবং তাঁর গর্ভের সন্তান নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে বলে উল্লেখ করে। এদিকে ভুক্তভোগী তানজিলা জানান, তাঁর উপরে উল্টো প্রতিশোধ নিতে আসামিরা। এসব সাজানো কুটকৌশল চালাচ্ছে। তাই তিনি সুষ্ঠ তদন্ত পূর্বক ন্যায় বিচার চেয়ে প্রসাশনের কাছে আবেদন জানান।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button