যশোরে কাগজ ব্যবসায়ীর সাড়ে লাখ টাকার কাগজ নিয়ে ট্রাক চালক লাপাত্তা
যশোর ব্যুরো : পুরাতন খাতা কাগজ ব্যবসায়ীর সাড়ে ৭লাখ টাকা মূল্যেও ১৪ হাজার ৫শ’ কেজি ওজনের পুরাতন খাতা নিয়ে শামীম হোসেন নামে এক ট্রাক চালক পালিয়েছে। এ ঘটনার ১ মাস ৮ দিন পর উক্ত ট্রাকের চালকের বিরুদ্ধে কোতয়ালি থানায় মামলা হয়েছে। মামলাটি করেন, যশোর শহরের বারান্দী মোল্যাপাড়া এলাকার দেলোয়ার হোসেনের ছেলে আব্দুল আলিম। মামলায় আসামী করেন, যশোর সদর উপজেলার কামালপুর গ্রামের শাহাবুদ্দিনের ছেলে (যশোর ট-১১-২২১৬) ট্রাকের চালক শামীম হোসেনসহ অজ্ঞাতনামা ২/৩জন।
মামলায় বাদি উল্লেখ করেন,তিনি একজন পুরাতন পরীক্ষার খাতা/কাগজ ক্রয় করে বিভিন্ন প্রতিষ্ঠানের নিকট বিক্রয় করেন। তার ক্রয়কৃত ১৪ হাজার ৫শ’ কেজি পুরাতন খাতা যার আনুমানিক মূল্য সাড়ে ৭ লাখ টাকা চট্টগ্রাম পাঠানোর প্রয়োজনীয়তা থাকায় তার পরিচিত উপশহর নিউমার্কেট এলাকার রাসেল হোসেন এর মাধ্যমে ট্রাক চালক শামীম হোসেনের ট্রাকটিতে মালামাল চট্টগ্রাম পৌছানোর জন্য ২৫ হাজার টাকা ভাড়া ঠিক করেন। গত ২৪ ফেব্রুয়ারী রাত ১০ টার সময় ঢাকা রোড ভাই ভাই পেপার ষ্টোর নামক প্রতিষ্ঠান হতে উক্ত শামীম হোসেনের ট্রাকে ১৪ হাজার ৫শ’ কেজি পুরাতন খাতা লোড কওে চট্টগ্রাম পৌছে দেওয়ার জন্য ২৫ ফেব্রুয়ারী রওনা করে। কিন্ত নির্ধারিত সময় অতিবাহিত হওয়ার পর পুরাতন খাতা পৌছে না দেওয়ায় শামীম হোসেনের মোবাইল ফোনে ফোন করলে ফোন বন্ধ পাওয়া যায়। ট্রাকের অনুসন্ধান করার এক পর্যায় যশোর সদর উপজেলা রাজারহাট বাজারের কাছে বাংলাদেশ ট্রান্সপোর্ট এন্ড রেন্টাল কর্পোরেশন এর মহাজনের নিয়ন্ত্রনে রয়েছে বলে জানতে পেরে বাদি উক্ত স্থানে ট্রাক পরিচালনার ম্যানেজারের সাথে আলোচনা করলে জানা যায় গত ২৮ ফেব্রয়ারী রাত ৮ টার মধ্যে যে কোন সময় উল্লেখিত স্থানে চালক শামীম হোসেন গাড়ীটি সার্ভিসিং সেন্টারের নিয়ন্ত্রনে খালি অবস্থায় রেখে চলে গেছে। সে আর ফিরে আসেনি। বাদি স্থানীয় লোকজানের মারফত খবর পেয়ে ট্রাক চালকের বাড়িতে যেয়ে দেখেন ঘরে তালা মারা। তারা ঘরে তালা মেরে আত্মগোপন করেছে।