স্থানীয় সংবাদ

যশোরে বিদেশে পাঠানোর প্রলোভন দিয়ে যুবকের পাঁচ লাখ টাকা আত্মসাত া

যশোর ব্যুরো ঃ এক বেকারত্ম যুবককে মালয়েশিয়ায় পাঠানোর প্রলোভন দিয়ে ৫ লাখ টাকা হাতিয়ে নিয়ে এক নারী সম্পূর্ন অস্বীকার করায় কোতয়ালি থানায় মামলা হয়েছে। রোববার ৩১ মার্চ দিবাগত গভীর রাতে মামলাটি করেন, যশোর শহরের পূর্ব বারান্দীপাড়া খেজুর বাগানের খলিলুর রহমানের ছেলে রিয়াজ মাহমুদ। মামলায় আসামী করেন, যশোর সদর উপজেলার সিরাজ সিঙ্গা গ্রামের রফিক শেখ এর মেয়ে রাফেজা খাতুন।
মামলায় বাদি উল্লেখ করেন, আসামী বাদির পূর্ব পরিচিত হওয়ায় বাদির বেকারত্বের সুযোগ নিয়ে বাদিকে আসামী মালয়েশিয়াতে পাঠাতে চাইলে বাদি তার প্রস্তাবে রাজি হয়ে গত বছরের ২১ মে আসামীর উপস্থাপিত ১শ’ টাকা নন জুডিসিয়াল স্ট্যাম্পে লিখিত পড়িত করে বাদি আসামীকে শহরের ২নং আইনজীবী ভবনের দোতলায় হলরুমে বলে বিকাল ৪ টার সময় নগদ ৫লাখ টাকা প্রদান করেন। আসামী উক্ত টাকা গ্রহনের চুক্তিনামায় উল্লেখ করেছেন যে, ওই বছরের ৩১ ডিবেম্বরের মধ্যে বাদিকে মালয়েশিয়ায় পাঠাবে না পারলে ৩১ জানুয়ারী ২০২৪ তারিখের মধ্যে সমুদয় টাকা বাদিকে ফেরত দিবে। কিন্তু চুক্তি মোতাবেক বাদিকে উল্লেখিত তারিখের মধ্যে মালয়েশিয়ায় পাঠাতে পারিনি এবং টাকা ফেরত দেয়নি। অত্র বিষয় নিয়ে গত ১ মার্চ বিকেল ৫ টায় ১নং আইনজীবি ভবনের নিচতলা পশ্চিম পাশের্^ও হল রুমে এক সালিশী বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত সালিশী বৈঠকে আলোচনা শেষে আসামী বাদিকে বলে যে সে কোন টাকা বাদির কাছ থেকে গ্রহন করেনি এবং ফেরত দিতে পারবেনা। এ ব্যাপারে বাদি কোন উপায়ূন্তর না পেয়ে কোতয়ালি থানার দ্বারস্ত হলে থানা কর্তা বাদির অভিযোগ নিয়মিত মামলা হিসেবে নথিভূক্ত করেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button