ওজোপাডিকো এক্স-অফিসার্স এসোসিয়েশনের ইফতার মাহফিল

খবর বিজ্ঞপ্তি : পবিত্র রমযানুল মোবারকে ওজোপাডিকো এক্স-অফিসার্স এসোসিয়েশন-এর উদ্যোগে ‘ব্যক্তিগত চরিত্রে রমযানের প্রভাব’ শীর্ষক আলোচনা, প্রয়াত সদস্যদের বিদেহী আত্মার মাগফেরাত এবং অসুস্থদের সুস্থতা কামনায় ১ এপ্রিল খুলনা মহানগরীর কাইফেং চাইনিজ রেঁস্তোরার মিলনায়তনে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি রবীন্দ্রনাথ দত্তের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ওজোপাডিকো’র সাবেক ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব প্রকৌশলী আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন সাবেক প্রধান প্রকৌশলী আবুল বাশার এবং বর্তমান প্রধান প্রকৌশলী রোকনুজ্জামান।
সংগঠনের সাধারণ সম্পাদক আলহাজ্ব রোটারিয়ান ইঞ্জিনিয়ার রুহুল আমিন হাওলাদারের সঞ্চালনায় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া সভায় স্বাগত বক্তৃতা করেন অনুষ্ঠানের আহ্বায়ক সাবেক নির্বাহী প্রকৌশলী আলহাজ্ব আব্দুর রাজ্জাক, ধন্যবাদ জ্ঞাপন করেন অনুষ্ঠানের সদস্য সচিব ইঞ্জিনিয়ার এস এম আবুল কালাম আজাদ সেলিম। অনুষ্ঠানের প্রধান সমন্বয়কারী আলহাজ্ব ইঞ্জিনিয়ার মজিবুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে এ সময়ে অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন আলহাজ্ব ইঞ্জিনিয়ার রবিউল হক, আলহাজ্ব ইঞ্জিনিয়ার আব্দুর রশীদ প্রমুখ। দোয়া পরিচালনা করেন আলহাজ্ব ইঞ্জিনিয়ার আবুল কালাম।
প্রধান অতিথি তাঁর সংক্ষিপ্ত বক্তৃতায় পবিত্র রমযানের শিক্ষা ব্যক্তিগত জীবনের সর্বত্র লালন করার উপর গুরুত্ব আরোপ করে ওজোপাডিকোসহ বাংলাদেশের বিদ্যুৎ সেক্টরের সার্বিক উন্নতি কামনা করেন।