নিত্য প্রয়োজনীয় পন্যের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষণমতার বাইরে

আড়ংঘাটা থানা জাপার ইফতার মাহফিলে বক্তারা
স্টাফ রিপোর্টার ঃ সরকার বাজার দর নিয়ন্ত্রণ না করতে পেরে টিসিবির পণ্য বিতরণের নামে ভিক্ষাবৃত্তি চালু করেছে। দেশ এখন সংকটের মধ্য দিয়ে পরিচালিত হচ্ছে। নিত্য প্রয়োজনীয় প্রতিটি পন্যের দাম এতই বেড়েছে যা সাধারণ মানুষের ক্রয় ক্ষণমতার বাইরে চলে গেছে। দেশ অন্ধকারের দিকে ধাবিত হচ্ছে। জাতীয় পার্টির আমলে দেশ সোনার বাংলাদেশে পরিণত হয়। এখন সেই দেশে মানুষের মাঝে হাহাকার বয়ে চলেছে। মঙ্গলবার বিকেলে আড়ংঘাটা থানা জাতীয় পার্টির ইফতার মাহফিল ও আলোচনা সভায় জাপা নেতৃবৃন্দ এসব কথা বলেন। বিশিষ্টজনের সম্মানে আড়ংঘাটা হাইস্কুল মাঠে এ ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়। আড়ংঘাটা থানা জাপার সভাপতি জি এম কওছার আলীর সভাপতিত্বে সাঃ সম্পাদক মোঃ রাসেল হোসেনের পরিচালনায় মাহফিলে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় জাপার ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম মধু, বিশেষ অতিথি ছিলেন দিঘলিয়া উপজেলা চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম, নগর জাপার সাঃ সম্পাদক এম এ আল মামুন, দিঘলিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান আলী রেজা বাচা ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী নাসরিন সুলতানা হীরা। অন্যান্যের মধ্যে অংশ নেন ও বক্তৃতা করেন জাপা নেতা তৈমুর হোসেন শাহীন, গাউসুল আজম, আঃ রাজ্জাক হাওলাদার, মহানগর যুবসংহতির সভাপতি তোবারেক হোসেন তপু, আড়ংঘাটা বাজার কমিটির নেতা মোল্লা রমজান আলী, ইউপি সদস্য শেখ হায়দার আলী, রকিবুল ইসলাম কচি, জাপা নেতা দেলোয়ার হোসেন, আনিসুর রহমান, আঃ রব, আফজাল হোসেন, এম এ কালাম, আঃ রাজ্জাক, রবি কাজী, জাকির হোসেন, ইউসুফ আলী, মান্দার শেখ, আকরাম শেখ, জসিম শেখ, ইসরাফিল গোলদার প্রমূখ। দোয়া পরিচালনা করেন মাওঃ তাজুল ইসলাম।